Siliguri: চুল উপড়ে বেরিয়ে আসে মাথার খুলির চামড়া, বর্ষশেষের আনন্দের মাঝেই শিউরে ওঠার মতো ঘটনা

Siliguri: জানা গিয়েছে, সোমবার বিহারের আরারিয়া থেকে শিলিগুড়ির দাগাপুরে  ওই অ্যাডভেঞ্চার পার্কে স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছিল ছাত্রছাত্রীদের। শিক্ষিকা মায়ের সঙ্গে তার ১৭ বছর বয়সী ওই তরুণীও ট্যুরে যায়।

Siliguri:  চুল উপড়ে বেরিয়ে আসে মাথার খুলির চামড়া, বর্ষশেষের আনন্দের মাঝেই শিউরে ওঠার মতো ঘটনা
অ্যাডভেঞ্চার পার্ক (প্রতীকী ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 4:12 PM

শিলিগুড়ি: ২০২৩-এর পর ২০২৪! আবারও একই অ্যাডভেঞ্চার পার্কে  জয় রাইডে পেঁচিয়ে যায় এক কিশোরীর চুল। চুল আটকে মাথার খুলির চামড়া বেরিয়ে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে প্রধান নগরে সেভিং কিংডম এডভেঞ্চার পার্কে। আশঙ্কাজনক ছাত্রীর অবস্থা। এর আগেও ২০২৩ সালে শিলিগুড়ির প্রধান নগরের এই সেভিং কিংডম অ্যাডভেঞ্চার পার্কেই একজনের মৃত্যু হয়েছিল।

জানা গিয়েছে, সোমবার বিহারের আরারিয়া থেকে শিলিগুড়ির দাগাপুরে  ওই অ্যাডভেঞ্চার পার্কে স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছিল ছাত্রছাত্রীদের। শিক্ষিকা মায়ের সঙ্গে তার ১৭ বছর বয়সী ওই তরুণীও ট্যুরে যায়। জয় রাইড করতে গিয়ে গাড়ির পেছনের উন্মুক্ত মেশিনে মাথার চুল আটকে যায়। মুহূর্তে চুল উপড়ে মাথার খুলির চামড়া বেরিয়ে যায় ওই ১৭ বছর বয়সী ছাত্রীর।

পরিবারের অভিযোগ, ওই রাইডের গাড়ির পেছনের অংশ ঢাকা ছিল না। ফলে দুর্ঘটনা ঘটে। যাঁরা রাইড করছেন তাঁদের চুল বেঁধে রাখা, বা ক্যাপ ব্যবহার করার নির্দেশ ছিল না। এমনকি দুর্ঘটনার পর আবার ওই অবস্থাতেই কিশোরীকে একটি টোটোতে দায়সারাভাবে নিয়ে যায় পার্ক কর্তৃপক্ষ।  অ্যাম্বুলেন্সেরও কোনও ব্যবস্থা ছিল না।

এ নিয়ে প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ ওই পার্কে যায় পুলিশ। কর্মীদের জিঞ্জাসাবাদ করা হয়। এর আগে ২০২৩ সালে এই পার্কেই এক পর্যটকের মৃত্যু হয়। জয় রাইডের রক্ষণাবেক্ষণ ও পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফ থেকেও কেন কোনও নজরদারির ব্যবস্থা করা হয় না, তা নিয়েও প্রশ্ন উঠছে।