CEIR Tracking System: এদেশে ফোন চুরি আর ফোন হারিয়ে যাওয়া এক বড় সমস্যা। খোদ কেন্দ্র সরকার এবার এ বিষয়ে সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে। ফোন চুরির ক্রমবর্ধমান ঘটনার সঙ্গে মোকাবিলা করতে কেন্দ্র এবার একটি লস্ট ফোন ট্র্যাকিং এবং ব্লকিং সিস্টেম নিয়ে হাজির হচ্ছে। এই বিশেষ সিস্টেমটি অফিসিয়ালি লঞ্চ করা হবে 17 মে। দেশের যে কোনও প্রান্তে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোন খুঁজতে সাহায্য করবে এই ট্র্যাকিং সিস্টেম। এর নাম CEIR সিস্টেম।
CEIR সিস্টেমটি পুলিশকে হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করবে। সিস্টেমটি ক্লোনড বা নকল মোবাইল শনাক্ত করবে এবং যারা ফোন চুরি করছে তাদেরও তা ব্যবহার করা থেকে বাধা দেবে। উপভোক্তারা নকল এবং ক্লোন করা মোবাইল ফোন সম্পর্কিত তথ্য পেয়ে এই সিস্টেম থেকে উপকৃত হবেন। পাশাপাশি এর মধ্যে দিয়েই প্রতারণামূলক কার্যকলাপ থেকে মানুষ কিছুটা হলেও রেহাই পাবেন।
17 মে সারা দেশেই লঞ্চ করবে CEIR সিস্টেমটি। প্রাথমিক ভাবে দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক এবং উত্তরপূর্বে এই পরিষেবাটি নিয়ে আসা হবে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য রাজ্য ও শহরগুলিতে। সরকারের এক সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যম PTI-এর কাছে বলেছেন, “সিস্টেমটি 17 মে প্যান ইন্ডিয়ায় লঞ্চ করা হবে।”
যে কোনও টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করছে এমন কোনও ক্লোন করা ফোন শনাক্ত করার বিল্ট-ইন ফিচার রয়েছে CEIR সিস্টেমে। তার ফলে সরকারের রাজস্ব আয়ে কোনও ক্ষতির সম্ভাবনা দেখা যায় না। এর জন্য সরকার বাধ্যতামূলক করেছে, প্রত্যেকটি মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে তাদের হ্যান্ডসেটগুলিতে 15 সংখ্যার ইউনিক নিউমেরিক আইডেন্টিফায়ার বা ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) নম্বর প্রকাশ করতে হবে এবং তা ফোনটি বিক্রি হওয়ার আগেই। এদিকে টেলিকম নেটওয়ার্কগুলিও অনুমোদিত IMEI নম্বরগুলির অ্যাক্সেস নিতে পারবেন, যার মাধ্যমে তারা বুঝতে পারবেন তাঁদের নেটওয়ার্কে কোনও অযাচিত নম্বর ব্যবহার করা হয়েছে কি না।