Infinix Hot 12 লঞ্চ হয়ে গেল, 9499 টাকায় 7GB পর্যন্ত RAM, 90Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা

Infinix Hot 12 Price And Specifications: ইনফিনিক্স ভারতের বাজারে সস্তার একটি স্মার্টফোন নিয়ে এল 10,000 টাকারও কম দামে। সেই ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, জেনে নিন।

Infinix Hot 12 লঞ্চ হয়ে গেল, 9499 টাকায় 7GB পর্যন্ত RAM, 90Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা
10,000 টাকার কম দামে নতুন ফোন নিয়ে এল ইনফিনিক্স।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2022 | 2:55 PM

ইনফিনিক্স একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হল ভারতে। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Infinix Hot 12। এই ফোনে রয়েছে একটি 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক হেলিও G37 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। এক্সটেন্ডেড র‌্যাম ফিচার রয়েছে এই স্মার্টফোনে , যার সাহায্যে স্টোরেজ থেকে আরও কিছুটা র‌্যাম হিসেবে কাজে লাগানো যেতে পারে। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। দেওয়া হয়েছে 6,000mAh ব্যাটারি।

Infinix Hot 12: দাম, উপলব্ধতা

Infinix Hot 12 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 9,499 টাকা দামে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 4GB + 64GB স্টোরেজ মডেলের জন্য। 23 অগস্ট ঠিক দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে এই ফোনটি কিনতে পারবেন উপভোক্তারা। এক্সপ্লোরেটারি ব্লু, পোলার ব্ল্যাক, পার্পল এবং তুর্কোইজ় সিয়ান এই কয়েকটি কালার অপশন রয়েছে ফোনটির।

Infinix Hot 12: ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়াল সিম সাপোর্টেড এই ইনফিনিক্স ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক XOS 10 অপারেটিং সিস্টেম। 6.82 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 180Hz এবং পিক ব্রাইটনেস 460 নিটস। ডিসপ্লেতে একটি বিশেষ আই কেয়ার মোডও দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G37 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। পাশাপাশি এক্সটেন্ডেড র‌্যাম ফিচার ব্যবহার করে ইন্টারনাল স্টোরেজ থেকে 3GB অতিরিক্ত নিয়ে র‌‌্যাম হিসেবে কাজে লাগানো যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর এবং AI ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এই রিয়ার ক্যামেরা সেটআপের রয়েছে কোয়াড LED ফ্ল্যাশ। আবার ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

Infinix Hot 12 ফোনে রয়েছে 64GB পর্যন্ত বিল্ট ইন স্টোরেজ। এছাড়া একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোনে রয়েছে একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। DTS সাপোর্ট-সহ ডুয়াল স্টিরিও স্পিকার্সও দেওয়া হয়েছে।