Infinix Smart 7 HD ফোনটি বাজারে এল 5,999 টাকায়, কী-কী ফিচার রয়েছে দেখে নিন

Infinix Smart 7 HD Price: এই নতুন ফোনটি 10 হাজার টাকার কম দামে Infinix Smart 7 HD আনা হয়েছে। এর দাম 5,999 টাকা।

Infinix Smart 7 HD ফোনটি বাজারে এল 5,999 টাকায়, কী-কী ফিচার রয়েছে দেখে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 5:42 PM

Infinix Smart 7 HD Features: অনেকেই ভাবছেন একটি নতুন স্মার্টফোন কিনবেন। কিন্তু খরচার কথা ভেবে পিছু পা হচ্ছেন বার বার। এবার আর সেই চিন্তা করতে হবে না। আপনি মাত্র 6,000 টাকা খরচ করেই একটি নতুন ফোন কিনতে পারবেন। Infinix ভারতীয় বাজারে 10 হাজার টাকার সেগমেন্টের অধীনে তার নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Infinix Smart 6 HD-এর পরে, কোম্পানিটি ভারতে তার আপগ্রেড ভার্সন Infinix Smart 7 HD লঞ্চ করেছে। আপনার মনে হতে পারে এই স্মার্টফোনটির দাম কম হওয়ায় এতে তেমন কোনও ফিচার থাকবে না। তবে এর ক্ষেত্রে তেমনটা নয়। এই Infinix Smart 7 HD ফোনটিতে অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। Infinix Smart 7 HD স্মার্টফোন ভারতে Flipkart-এর মাধ্যমে চালু করা হয়েছে। ফোনটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট 2 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজে কিনতে পারবেন। যার মধ্যে 2 জিবি ভার্চুয়াল RAM-এর সাপোর্ট পাওয়া যাবে। চলুন Infinix Smart 7 HD ফোনটির সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 7 HD-এর দাম:

এই নতুন ফোনটি 10 হাজার টাকার কম দামে Infinix Smart 7 HD আনা হয়েছে। এর দাম 5,999 টাকা। ফোনের তিনটি রঙয়ে কিনতে পারবেন। তা হল ইঙ্ক ব্ল্যাক, জেড হোয়াইট এবং সিল্ক ব্লু। তবে ফোনটি কিনতে এখনও আপনাকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। চলতি বছরের 4 মে থেকে Flipkart-এ ফোনটির বিক্রি চালু হবে। আপনি এই ফোনটি EMI-তেও কিনতে পারবেন। তার জন্য আপনাকে প্রতি মাসে 211 টাকা করে দিতে হবে।

Infinix Smart 7 HD-এর স্পেসিফিকেশন:

Infinix Smart 7 HD ফোনটিতে একটি 6.6-ইঞ্চি HD + IPS ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট: 60 Hz, টাচ স্যাম্পলিং রেট: 120 Hz। এই ফোনের ব্রাইটনেস 500 Nits। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এই ফোনটি চলে। এতে Spreadtrum SC9863A1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে 2 GB RAM + 2 GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এতে রয়েছে 5,000mAh লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি।

ক্যামেরা হিসেবে ফোনটিতে AI ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 8 MP + AI লেন্স সাপোর্ট করে। এতে পোর্ট্রেট, এইচডিআর, এআই 3ডি বিউটি, ভিডিয়োর জন্য এইচডি ভিডিয়ো রেকর্ডিংয়ের মতো ক্যামেরা ফিচার রয়েছে। ভিডিয়ো কলিং এবং সেলফির জন্য ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে এআই পোর্ট্রেট এবং ফেস বিউটির মতো ক্যামেরা ফিচার রয়েছে।