Apple iPhone 15 লঞ্চ করতে চলেছে আর মাত্র কয়েক দিন পর। আর তার আগে Flipkart সেলে ব্যাপক সস্তা হল Apple iPhone 14। প্রত্যেক বছরই এক প্রকার নিয়ম করে Apple তার নতুন ফোন লঞ্চ করার আগে পুরনো ফোনের দাম কমায়। সেপ্টেম্বরেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আসছে Apple iPhone 15 সিরিজ়। শুধু ফ্লিপকার্ট নয়। দেশের বিভিন্ন অ্যাপল স্টোরেও iPhone 14 সিরিজ়ের প্রতিটি ফোনেরই দাম কমানো হয়েছে। এখন আপনি যদি নতুন আইফোন ক্রয় করতে চান, এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। ফ্লিপকার্ট সেলে সবথেকে কম দামে হাজির হয়ে গেল iPhone 14 Series।
এই সিরিজ়ের সবথেকে কম দামি ফোন হল Apple iPhone 14। আরও তিনটি স্মার্টফোন রয়েছে এই সিরিজ়ে। সেগুলি হল – iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। 2022 সালে এই সিরিজ়ের ফোনগুলি আত্মপ্রকাশ করে। ফোনগুলির দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। এখন এই সিরিজ়ের সবথেকে সস্তার ফোন অর্থাৎ Apple iPhone 14 আপনি পেয়ে যাবেন মাত্র 3,999 টাকায়। ফ্লিপকার্ট সেলে এই আইফোন মডেলের উপরে 64,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, iPhone 14 বিশ্ববাজারে সেভাবে ছাপ ফেলতে পারেনি। তার কারণ, এই ফোনের সঙ্গে iPhone 13-র অনেকাংশেই মিল ছিল। তবে একাধিক বার ফ্লিপকার্ট ও অ্যামাজ়ন ডিসকাউন্ট দেওয়ার পরে মানুষজন কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করেন। দুটি ফোনে একই চিপসেট রয়েছে। তবে iPhone 14-র কোরের সংখ্যা অনেক বেশি। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের পিছনেও রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 12MP।
অফিসিয়াল স্টোরে 11,901 টাকা ডিসকাউন্টের পর Apple iPhone 14-এর দাম 67,999 টাকা। এখন আপনার কাছে যদি HDFC Bank-এর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এবং তা ব্যবহার করে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও 4000 টাকার ছাড়। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 63,999 টাকা। এবারে আসছে ফ্লিপকার্টের সেই বিরাট অফার। আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে যদি নিজেকে Apple iPhone 14-তে আপগ্রেড করেন, তাহলে পেয়ে যাবেন 60,000 টাকার বাম্পার ডিসকাউন্ট।
অর্থাৎ সব মিলিয়ে এত অফারের পরে, মোটের উপরে 64,000 টাকা ডিসকাউন্টের পরে আপনি iPhone 14 বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 3,999 টাকায়।