iPhone 14: আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 15, 2021 | 8:30 AM

আইফোন ১৪ সিরিজের ফোনে যে নচ ডিজাইনের পরিবর্তে হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে একথা আগেও শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে, হয়তো এই আইফোন সিরিজে ‘মিনি’ মডেলও লঞ্চ হবে না।

iPhone 14: আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম
প্রতীকী ছবি

Follow Us

আইফোন ১৪ প্রো মডেলে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এক মার্কেট অ্যানালিস্ট সম্প্রতি একথা জানিয়েছেন। তিনি এও বলেছেন যে, আইফোন ১৪ প্রো মডেলে ৮ জিবি র‍্যাম থাকারও সম্ভাবনা রয়েছে। আগামী বছর লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি মডেল থাকার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- রেগুলার আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স হল দুটো প্রিমিয়াম মডেল। আর আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স, এই দুই মডেল তুলনায় অ্যাফোর্ডেবল ফোন।

MacRumors- এর রিপোর্টে বলা হয়েছে যে অ্যানালিস্ট জেফ পু, আইফোন ১৪ প্রো মডেলের র‍্যাম কেমন হবে তা জানিয়েছেন। এই অ্যানালিস্টের কথায় আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছিল। এছাড়াও একই মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং টেলিফটো সেনসরও ছিল। এর থেকে আপগ্রেডেড ক্যামেরা থাকবে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে।

এর আগে অ্যাপেলের ডিভাইস অ্যানালিস্ট মিং চি কুয়োও আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের ক্যামেরা সম্পর্কে এই ফিচারের কথাই বলেছিলেন। তাঁর কথায় আইফোন ১৪ প্রো মডেলে ৮কে ভিডিয়ো রেকর্ডিং করার সুবিধাও থাকবে। এছাড়াও আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ৮ জিবি র‍্যাম থাকবে। আইফোন ১৩ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ৬ জিবি র‍্যাম ছিল। অর্থাৎ র‍্যমের নিরিখেও আপগ্রেড হয়েছে আইফোন ১৪ সিরিজ। এছাড়াও শোনা গিয়েছে যে, আইফোন ১৪ সিরিজের মডেলে ৬৪ জিবি স্টোরেজ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত স্ট্যান্ডার্ড ডিসপ্লে থাকতে পারে।

আইফোন ১৪ সিরিজের ফোনে যে নচ ডিজাইনের পরিবর্তে হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে একথা আগেও শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে, হয়তো এই আইফোন সিরিজে ‘মিনি’ মডেলও লঞ্চ হবে না। অন্যদিকে, কোরিয়ার ওয়েবসাইট The Elec- এর রিপোর্ট বলছে আইফোন ১৪ প্রো মডেলে একটি ৬.০৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। দুই ফোনের ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Vivo S12 Series: চিনে লঞ্চ হতে চলেছে ভিভো এস১২ সিরিজ, আনুষ্ঠানিক ভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল সংস্থা

Next Article