iPhone 14-র সেল শুরু হল 79,900 টাকায়, তবে আজ পাওয়া যাবে 73,900 টাকাতেই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 16, 2022 | 1:57 PM

iPhone 14 Rs 6000 Discount: দীর্ঘ অপেক্ষার পর লঞ্চ আর এখন সেল! iPhone 14 শুক্রবার থেকেই কিনতে পারবেন কাস্টমাররা। আর সেলের প্রথম দিনেই থাকছে HDFC Bank-এর কার্ড ব্যবহারকারীদের জন্য 6,000 টাকা ডিসকাউন্ট।

iPhone 14-র সেল শুরু হল 79,900 টাকায়, তবে আজ পাওয়া যাবে 73,900 টাকাতেই
সেলের শুরুতেই 6,000 টাকা ছাড়ে iPhone 14।

Follow Us

iPhone 14-র সেল শুরু হল ভারতে। 16 সেপ্টেম্বর, শুক্রবার থেকেই অ্যাপল আইফোনের নতুন সিরিজ়ের মডেলগুলি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। নতুন আইফোন মডেল অর্থাৎ iPhone 14-র দাম ভারতে 79,900 টাকা। আবার এই দামেই আপনি পেয়ে যাবেন iPhone 13। প্রসঙ্গত, আইফোন 14-র বুকিং আগেই শুরু হয়ে গিয়েছিল দেশে। এখন আপনি অ্যাপল ইন্ডিয়া স্টোর থেকে নিজের পছন্দ অনুযায়ী iPhone 14 সিরিজ়ের যে কোনও একটি ফোন বেছে নিতে পারেন। যে সব কাস্টমাররা আগে থেকেই নতুন আইফোন মডেলগুলি প্রি-বুক করে রেখেছেন, তাঁরা আজ থেকেই সেগুলির ডেলিভারি পাবেন। এছাড়া অ্যাপল ইন্ডিয়া স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজ়ন-সহ অন্যান্য থার্ড-পার্টি প্ল্যাটফর্ম থেকেও Apple iPhone 14 Series-এর ফোনগুলি ক্রয় করতে পারেন।

iPhone 14-র তিনটি স্টোরেজ মডেলের দাম (128GB, 256GB এবং 512GB স্টোরেজ)

* iPhone 14 (128GB) – দাম 79,900 টাকা।

* iPhone 14 (256GB) – দাম 89,900 টাকা।

* iPhone 14 (512GB) – দাম 1,09,900 টাকা।

iPhone 14-র তিনটি স্টোরেজ মডেলের ডিসকাউন্ট

iPhone 14-র সেল শুরু হতেই অ্যাপল ফোনটির তিন স্টোরেড মডেলেই আকর্ষণীয় ছাড় দিচ্ছে। তার জন্য HDFC Bank-এর সঙ্গে জুটি বেঁধেছে অ্যাপল। কাস্টমাররা HDFC Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে ইনস্ট্যান্ট 6,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন ডিসকাউন্টের পরে কত দাম হচ্ছে:

* iPhone 14 (128GB) – দাম 73,900 টাকা।

* iPhone 14 (256GB) – দাম 83,900 টাকা।

* iPhone 14 (512GB) – দাম 1,03,900 টাকা।

সেল চলাকালীন ক্রেতারা iPhone 14-র মোট পাঁচটি রঙের মডেল ক্রয় করতে পারবেন- নীল, বেগুনি, মিডনাইট, স্টারলাইট এবং লাল।

iPhone 14 ছাড়াও শুক্রবার অ্যাপলের আরও বেশ কিছু প্রডাক্ট সেলে হাজির হচ্ছে। সেই তালিকায় রয়েছে iPhone 14 Pro, Apple Watch Series 8 এবং Apple Watch SE। এই প্রতিটি প্রডাক্টই অ্যাপল ইন্ডিয়া স্টোর, অ্যামাজ়ন, ফ্লিপকার্ট-সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। মনে রাখতে হবে যে, HDFC Bank-এর এই অফার সমস্ত প্রডাক্টের জন্যই উপলব্ধ। পাশাপাশি অ্যাপল নো কস্ট EMI অফারও দিচ্ছে এই মুহূর্তের সমস্ত নামজাদা ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সঙ্গে।

Next Article