এই সব iPhone অকেজো হয়ে যেতে পারে মে মাসে, দ্রুত সেরে ফেলুন জরুরি কাজ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 12, 2023 | 10:50 AM

Apple iPhone News: যত দ্রুত সম্ভব iPhone ব্যবহারকারীদের তাঁদের ফোনটি এক্কেবারে সাম্প্রতিকতম iOS ভার্সনে আপডেট করে নিতে হবে। তাঁরা যদি আপডেটটি না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাক্সেস পাওয়া থেকেই বিরত থাকতে হতে পারে।

এই সব iPhone অকেজো হয়ে যেতে পারে মে মাসে, দ্রুত সেরে ফেলুন জরুরি কাজ

Follow Us

iPhone ব্যবহারকারীদের সতর্ক করলেন এক Apple বিশেষজ্ঞ। বললেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ইউজ়াররা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই, যত দ্রুত সম্ভব iPhone ব্যবহারকারীদের তাঁদের ফোনটি এক্কেবারে সাম্প্রতিকতম iOS ভার্সনে আপডেট করে নিতে হবে। তাঁরা যদি আপডেটটি না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাক্সেস পাওয়া থেকেই বিরত থাকতে হতে পারে। তার কারণ, iOS-এর পুরনো ভার্সনটি একাধিক জরুরি ফাংশন হারাতে চলেছে। যেমন, ম্যাপ নেভিগেট করা, ফোনে Siri ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর— এই সব কিছুই ব্যাকডেটেড iOS ইউজ়াররা ব্যবহার করতে পারবেন না।

এই আপডেট ফোকাস করবে সেই সব আইফোনে, যেগুলি iOS 11.2.6 বা তার আগের কোনও ভার্সনে চলছে। এই সব আইওএস ভার্সন ব্যবহারকারীরাই একাধিক জরুরি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। মূলত, iPhone 5 এবং তার আগের আইফোনগুলি এর দ্বারা প্রভাবিত হবে। এমনকি, কোনও ইউজ়ারের কাছে যদি iPhone 7-ও থাকে, তাহলে তাঁদের সিস্টেমেও সফটওয়্যার আপডেট না করালে, ফোনটিই অকেজো হয়ে যেতে পারে।

iPhone Update: নিজে থেকে কীভাবে আপডেট করবেন?

অ্যাপল ইনসাইডার @StellaFudge টুইট করে বলছেন, “মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলির অ্যাক্সেস হারাতে পারেন। iCloud বাদে, iOS 11-11.2.6[…] সফটওয়্যারের ডিভাইসগুলিতে কাজ করা বন্ধ করে দেবে। আপনি সম্ভবত একটি বিজ্ঞপ্তি পাবেন, যা আপনাকে আপডেট করার জন্য অনুরোধ করবে।” এখন আপনি যদি কোনও নোটিফিকেশন না পান, তাহলেও আপনি তা তড়িঘড়ি নিজে থেকে করে নিতে পারবেন। তার জন্য আপনার iPhone-এর সেটিংস অ্যাপটি ব্যবহার করতে হবে। আপনার iPhone-এর হোম স্ক্রিনে যান। সেখান থেকে সেটিংস অ্যাপ আইকনে গিয়ে General সিলেক্ট করে সেখান থেকে Software Update অপশনে চলে যান। iPhone আপডেট করার জন্য আপনাকে অন-স্ক্রিন প্রম্পটগুলি ফলো করতে হবে। তবে তার আগে ফোনটাকে চার্জারে প্লাগ ইন করে WiFi টার্ন অন করতে হবে।

iPhone 7 এবং তার আগের ভার্সনগুলি দ্রুত আপডেট করিয়ে নিন

নতুন সিকিওরিটি ফিচার এবং আপগ্রেডগুলি ব্যবহার করতে আপনাকে iPhone 7 মডেলটি iOS 15-এ আপডেট করে নিতে হবে। যদিও iPhone 7 কখনও iOS 16 সাপোর্ট করবে না। Apple-এর তরফ থেকে বলা হচ্ছে, “বেশ কিছু পুরনো সফটওয়্যার ভার্সন অ্যাপ স্টোর থেকে শুরু করে সিরি, ম্যাপস ইত্যাদি অ্যাপল সার্ভিসগুলি ব্যবহার করতে পারবেন না। আপনার সফটওয়্যারটি আপডেট করে নিলে আপনি এই পরিষেবাগুলি পুনরায় ব্যবহার করতে পারবেন।”

Next Article