iQOO 9T-র আগমন, ভারতের প্রথম Snapdragon 8+ Gen 1 ফোন, 4000 টাকা ছাড় এই সব কাস্টমারের জন্য

iQOO 9T Price And Specifications: ভারতের বাজারে একটি প্রিমিয়াম হ্যান্ডসেট নিয়ে এল iQOO। এই ফোনের দাম শুরু হচ্ছে প্রায় 50,000 টাকা থেকে। তবে বিশেষ কিছু কাস্টমাররা পেয়ে যাবেন 4,000 টাকা ছাড়। কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, একবার দেখে নিন।

iQOO 9T-র আগমন, ভারতের প্রথম Snapdragon 8+ Gen 1 ফোন, 4000 টাকা ছাড় এই সব কাস্টমারের জন্য
প্রিমিয়াম স্মার্টফোন iQOO 9T এসে গেল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 1:48 PM

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে হাজির হল iQOO 9T। এটিই ভারতের প্রথম স্মার্টফোন যাতে পারফরম্যান্সের জন্য একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। অত্যন্ত দক্ষ এই প্রসেসরের পাশাপাশি ফোনে রয়েছে Vi+ চিপ, যা একটি ডিসপ্লে চিপ ইনস্ট্রুমেন্টাল, সামগ্রিক ভাবে গেমিং অভিজ্ঞতা ভাল করতে পারে। নাইট মোডে ছবি তোলার সময় অত্যন্ত ভাল অভিজ্ঞতা দিতে পারে চিপটি। ডিজ়াইনের দিক থেকে এই আইকিউও ফোনটি অনবদ্য, অসাধারণ কিছু ক্যামেরা ফিচার্সও রয়েছে এতে।

iQOO 9T: দাম ও উপলব্ধতা

iQOO 9T ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা। ICICI Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 4,000 টাকা ছাড়।

4 অগস্ট থেকে এই ফোনটি অ্যামাজ়নে ক্রয় করতে পারবেন উপভোক্তারা। সে দিন ঠিক দুপুর 12টা থেকে সেলে হাজির হবে ফোনটি। এছাড়াও দেশের বিভিন্ন iQOO স্টোর থেকেও ফোনটি ক্রয় করতে পারবেন আগ্রহীরা। এই iQOO 9T ফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – লেজেন্ড এবং আলফা।

iQOO 9T: ফিচার ও স্পেসিফিকেশন

iQOO 9T ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সফটওয়্যার হিসেবে iQOO 9T ফোনে রয়েছে Android 12 ভিত্তিক OriginOS Ocean অপারেটিং সিস্টেম। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 12MP পোর্ট্রেইট সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।