AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Itel S23: কম দামের নতুন Itel ফোন, ঝটপট কাজের জন্য 16GB RAM, সঙ্গে 50MP ক্যামেরা

Itel S23 ফোনটি গত 9 জুন ফোনটি দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছে। কম দামি এই ফোনে কাস্টমাররা পেয়ে যাবেন 50MP রিয়ার ক্যামেরা, অত্যন্ত দ্রুততার সঙ্গে মাল্টি টাস্কিং, 16GB RAM, 128GB স্টোরেজ এবং সর্বোপরি খুবই আকর্ষণীয় লুক ও ডিজ়াইন।

Itel S23: কম দামের নতুন Itel ফোন, ঝটপট কাজের জন্য 16GB RAM, সঙ্গে 50MP ক্যামেরা
আইটেলের দুর্দান্ত ফোন লঞ্চ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 4:05 PM

Itel S23 Price And Specs: সস্তার একটি দুর্দান্ত ফোন লঞ্চ হল ভারতে। আর সেই ফোন নিয়ে এসেছে দেশি সংস্থা Itel। দীর্ঘ প্রতীক্ষিত সেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম Itel S23। গত 9 জুন ফোনটি দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছে। কম দামি এই ফোনে কাস্টমাররা পেয়ে যাবেন 50MP রিয়ার ক্যামেরা, অত্যন্ত দ্রুততার সঙ্গে মাল্টি টাস্কিং, 16GB RAM, 128GB স্টোরেজ এবং সর্বোপরি খুবই আকর্ষণীয় লুক ও ডিজ়াইন।

তবে এই Itel S23 ফোনে কী প্রসেসর ব্যবহৃত হয়েছে, তা কোম্পানির তরফে এখনও পর্যন্ত জানানো হয়নি। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোনটিতে দেওয়া হয়েছে 16GB RAM। তার ফলে এই আইটেল হ্যান্ডসেটটি অত্যন্ত দ্রুতগতির হয়ে উঠেছে। তবে এই 16GB RAM কিন্তু সরাসরি নয়। এর মধ্যে 8GB হল ফিজ়িক্যাল এবং বাকি 8GB হল ভার্চুয়াল র‌্যাম। সেই সঙ্গে এই হ্যান্ডসেটে রয়েছে 128GB UFS 2.2 স্টোরেজ। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Intel OS 8.06।

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীকে হাই-কোয়ালিটি ফটো ও ভিডিয়ো অভিজ্ঞতা দিতে পারবে। বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি থাকছে এই ফোনে, যা 10W চার্জিং সাপোর্ট করছে। ফোনের দাম এখনও পর্যন্ত জানানো হয়নি কোম্পানির তরফে। তবে, একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, Itel S23 ফোনের দাম হতে পারে 8,000 টাকা-9,000 টাকার মধ্যে।

এই ফোনের দাম যেমন এখনও পর্যন্ত জানানো হয়নি, তেমনই আবার জানা যায়নি, Itel S23-র বিক্রিবাট্টা কবে থেকে শুরু হবে। পাশাপাশি কোথা থেকে সস্তার এই ফোনটি মানুষ ক্রয় করতে পারবেন, সে বিষয়েও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই সব বিষয়ে সংস্থার তরফে অফিসিয়ালি জানানো হবে।