বছর শেষেই ‘GANGA’ 5G স্মার্টফোন নিয়ে আসছে মুকেশ আম্বানির Jio, তার আগেই ফাঁস…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 28, 2023 | 12:07 AM

JioPhone 5G Latest Update: মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি নতুন JioPhone নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এর আগেই ফোনটির কোডনেম জানা গিয়েছিল, যা হল'GANGA'। সেই ফোনটি লঞ্চের তোড়জোড়ও শুরু হয়ে গেল এবার।

বছর শেষেই GANGA 5G স্মার্টফোন নিয়ে আসছে মুকেশ আম্বানির Jio, তার আগেই ফাঁস...
বাজারে আসছে Jio-র 5G স্মার্টফোন।

Follow Us

Jio 5G Smartphone News: মুকেশ আম্বানির Reliance Jio ভারতে কম দামে 4G স্মার্টফোন লঞ্চ করেছে। দেশের একটা বড় অংশের মানুষকে খুব কম খরচে 2G থেকে 4G-তে আপগ্রেড করার সুযোগ করে দিতেই সেই JioPhone Next নামক হ্যান্ডসেটটি লঞ্চ করা হয়েছিল বছর তিনেক আগে। কাস্টমারদের জন্য সহজ কিছু কিস্তিতে ফোনটি কেনার সুযোগও দেওয়া হচ্ছিল। কিন্তু সেই জিওফোন নেক্সট সে ভাবে জনপ্রিয়তা পায়নি। এর মধ্যেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি নতুন JioPhone নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এর আগেই ফোনটির কোডনেম জানা গিয়েছিল, যা হল’GANGA’। সেই ফোনটি লঞ্চের তোড়জোড়ও শুরু হয়ে গেল এবার।

টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, সেই ফোনটি হতে চলেছে JioPhone 5G। কম দামি এই ফোনে থাকতে পারে আগের থেকে অনেক উন্নত হার্ডওয়্যার। প্রতি বছরেই জুলাই মাসের শেষ দিকে বা অগস্টে মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি বার্ষিক সাধারণ সম্মলনের আয়োজন করে। চলতি বছরের Reliance ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের Annual General Meeting (AGM)-এই JioPhone 5G লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আগামী আর হাতে গোনা কয়েক দিনের মধ্যেই এই ফোন সম্পর্কিত আরও একাধিক তথ্য আমরা জানতে পারব।

JioPhone 5G: ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

1) ওই লিকস্টার জানিয়েছেন, নতুন JioPhone 5G পারফরম্যান্সের দিক থেকে চালিত হতে পারে কোয়ালকমের Snapdragon 480+ প্রসেসরের সাহায্যে।

2) এর আগেই আমরা ফোনের কোডনেম ‘গঙ্গা’সম্পর্কে জানতে পেরেছিলাম।

3) Samsung-এর 4GB LPPDDR4X RAM এবং 32GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হচ্ছে এই ফোনে, যা পরবর্তীতে একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়িয়েও নেওয়া যেতে পারে।

4) JioPhone 5G-তে থাকছে একটি 6.5 ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

5) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে এই জিওফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 13MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP ক্যামেরা দেওয়া হচ্ছে।

6) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর থাকতে পারে।

7) এছাড়া থাকতে পারে একটি অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article