999 টাকার JioBharat 4G ফোন এখন অ্যামাজ়নেও পাওয়া যাবে, কেনার আগে জেনে নিন ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 29, 2023 | 12:38 PM

সস্তায় যাঁরা 4G মোবাইল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই JioBharat 4G ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। তার থেকেও বড় কথা, যাঁরা এই মুহূর্তে নিজেদের 2G থেকে 4G-তে আপগ্রেড করিয়ে নিতে চাইছেন, তাঁদের জন্যও এই ফোনের বিকল্প নেই।

999 টাকার JioBharat 4G ফোন এখন অ্যামাজ়নেও পাওয়া যাবে, কেনার আগে জেনে নিন ফিচার্স
জিওভারত 4G ফোন এখন অ্যামাজ়নে হাজির।

Follow Us

2G-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে Reliance Jio সম্প্রতি JioBharat 4G ফোন লঞ্চ করেছে। এর মাধ্যমে দেশের 250 মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারীর হাতে ইন্টারনেট-সক্রিয় ফোন তুলে দিতে চাইছে মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। এখন সেই JioBharat 4G ফোনটিই Amazon-এ হাজির হল মাত্র 999 টাকায়। অর্থাৎ আপনি এখন চাইলে অ্যামাজ়ন থেকেও JioBharat 4G ফোনটি ক্রয় করতে পারবেন।

JioBharat 4G ফোনে রয়েছে বেসিক কিছু ফিচার্স। একটি 1.77 ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে ফোনটিতে। LED ফ্ল্যাশ সহযোগে 0.3MP ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 1000mAh ব্যাটারি, যা এক চার্জে 24 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। মোট 23টি ভারতীয় ভাষা সাপোর্ট করে এই ফোন। তার থেকেও বড় কথা হল, এই ফোন থেকে JioPay ব্যবহার করে আপনি টাকা পাঠাতে পারবেন, নিজেও কারও কাছ থেকে টাকা পেতে পারবেন। তবে, কেবলই Jio SIM কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে।

একাধিক প্রি-লোডেড অ্যাপস রয়েছে ফোনটিতে, যার মধ্যে বেশির ভাগই Jio Apps। গুরুত্বপূর্ণ অ্যাপের মধ্যে রয়েছে JioTV, JioCinema এবং JioMusic। এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁদের জন্য রয়েছে দুটি রিচার্জ প্ল্যান। সেই JioBharat Plan দুটির খরচ 123 টাকা এবং 1234 টাকা। এদের মধ্যে 1234 টাকা প্ল্যানটি হল একটি বার্ষিক প্ল্যান।

সস্তায় যাঁরা 4G মোবাইল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই JioBharat 4G ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। তার থেকেও বড় কথা, যাঁরা এই মুহূর্তে নিজেদের 2G থেকে 4G-তে আপগ্রেড করিয়ে নিতে চাইছেন, তাঁদের জন্যও এই ফোনের বিকল্প নেই। দিল্লির Karbonn Mobiles তৈরি করেছে JioBharat 4G ফোন। প্রাথমিক ভাবে ফোনটি পাওয়া যাচ্ছিল কিছু রিটেল দোকানে। এখন সেই ফিজ়িক্যাল কিপ্যাডের ফিচার ফোনটি আপনি অ্যামাজ়ন থেকেও ক্রয় করতে পারবেন।

ইয়ারফোনের সঙ্গে কানেক্ট করার জন্য JioBharat 4G ফোনে রয়েছে 3.5mm অডিও জ্যাক। ছবি তোলার জন্য রয়েছে 0.3MP ক্যামেরা। এছাড়া টর্চ থেকে শুরু করে FM রেডিও পর্যন্ত একাধিক জরুরি ফিচার্স রয়েছে ফোনটিতে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজও আপনি বাড়িয়ে নিতে পারবেন।

Jio Bharat হল একটি Jio SIM লকড্ ফোন। এর অর্থ হল, আপনাকে এই ফোন ব্যবহারের আগে একটি Jio SIM কার্ড ইনসার্ট করতে হবে। ফোনটি পাওয়া যাচ্ছে মোট দুটি সিরিজ়ে- JioBharat V2 এবং JioBharat K1 Karbonn।

Next Article