Tips to Avoid Smartphone Blast: ভারতে স্মার্টফোনের প্রবনতা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে, দুর্ঘটনার ঘটনাও ক্রমাগত বেড়েই চলেছে। করোনা পরিস্থিতির পর থেকে অনলাইন ক্লাসের জন্য ছোট ছোট বাচ্চাদের কাছেও খুব সহজেই মোবাইল (Mobile) পৌছে গিয়েছে। বর্তমানে জালিয়াতির পর স্মার্টফোন সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিস্ফোরণের ঘটনা। যা অনেক বেড়ে গিয়েছে। সম্প্রতি কেরালার ত্রিশুর জেলায় মোবাইল বিস্ফোরণে আট বছরের এক কিশোরীর (Child) মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের কারণে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়ে এই ধরনের বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তৃতীয় শ্রেণির এই ছাত্রী মোবাইল ফোন বিস্ফোরণে (Mobile Explodes) মারা যায়। আদিত্যশ্রী নামের মেয়েটি মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কার্টুন দেখছিল। আর তাতেই একটা সময়ে এসে হঠাৎই ফেটে যায়।
রাত সাড়ে 10টার দিকে ফোনটি তার মুখে ফেটে যায় বলে পুলিশ জানিয়েছে। হাতে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। মেয়েটির ডান হাতে ও মুখে গুরুতর জখম রয়েছে। মোবাইল ফোনটি তিন বছর আগে কেনা হয়েছিল এবং এর ব্যাটারি পরিবর্তন করা হয়েছিল তিন মাস আগে।
এমন ঘটনা আগেও ঘটেছে। এই ঘটনার আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, মধ্যপ্রদেশের উজ্জাইন জেলায় মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল। 68 বছর বয়সী বৃদ্ধকে তার বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মুখ এবং শরীরের অন্যান্য অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন, তখন তার ফোন চার্জ হচ্ছিল। সেই মুহূর্তেই সেটি ফেটে যায়।
আপনার সঙ্গেও যখন তখন এই ধরনের বিপদ হতে পারে। তার জন্য আগে থেকেই আপনাকে কয়েকটি দিয়ে সতর্ক থাকতে হবে। ফোন ব্যবহার করার সময় কোন কোন দিকে নজর রাখবেন দেখে নিন: