EV Tech In Smartphone Battery: পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে বিরাট ভাবনাচিন্তা করছে Samsung। সূত্রের খবর, এই প্রথম কোনও স্মার্টফোনের ব্যাটারি জীবন বাড়ানোর জন্য ইলেকট্রিক ভেহিকলের প্রযুক্তি ব্যবহার করা হবে। আর সেই ফোনটি হল Samsung Galaxy S24 Ultra। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম GSMArena-র একটি রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়ের SDI ডিভিসন, যারা ব্যাটারি রিসার্চ এবং ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত, তারাই এবার তাদের ব্যবসায় স্ট্যাক করা ব্যাটারি চালু করার সম্ভাবনা অন্বেষণ করে দেখছে।
ব্যাটারির রাসায়নিক সংমিশ্রণে পরিবর্তনের এক্কেবারে উল্টো দিকে গিয়ে এই উদ্ভাবনে ব্যাটারির মধ্যে সেলগুলিকে পুনর্বিন্যাস করবে। তাতে উচ্চ শক্তির ঘনত্ব তৈরি হয় এবং ব্যাটারির বৃহত্তর ক্ষমতাকে একই ভলিউমের মধ্যে ফিট করার অনুমতিও দেবে। ফলে, ফোনের ব্যাটারি জীবন আগের তুলনায় আরও দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দিতে পারবে। এখন এটাই হতে চলেছে Samsung-এর ভবিষ্যত প্রজন্মের স্মার্টফোনগুলির ব্যাটারি লাইফ।
কোরিয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি মিডিয়া The Elec সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করে। তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে Audi Q8 e-tron ইলেকট্রিক গাড়িটিতে। এই গাড়িটির ভিতরে রয়েছে একটি 114kWh ব্যাটারি।
যদিও স্মার্টফোনের ব্যাটারিগুলি বৈদ্যুতিক গাড়ির পাওয়ার প্যাকগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন পরিস্থিতিতে কাজ করে। ওই কোরিয়ান মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগের তুলনায় স্যামসাং ফোনের ব্যাটারির ঘনতবে 10 শতাংশ বৃদ্ধি করা হতে পারে।
এদিকে Samsung তার পরবর্তী Galaxy S24 স্মার্টফোনে আর Exynos প্রসেসর দেবে না বলে জানা গিয়েছে। একজন টুইটার লিকার জানিয়েছেন, Galaxy S24 সিরিজ়ের স্মার্টফোনগুলিতে আর Exynos প্রসেসর দেওয়া হবে না। সেখান থেকেই মনে করা হচ্ছে, Samsung Galaxy S24 সিরিজ়ে থাকতে পারে লেটেস্ট S23 সিরিজ়ের মতোই Snapdragon 8 Gen 3 প্রসেসর।