Oppo Realme 6i Offers: বর্তমানে বাজারে অনের দামের স্মার্টফোন আসায়, কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন অফার এনে হাজির করে। আর সেই সুযোগে যারা একটি নতুন ফোন কিনতে চান, তারাও কিনে ফেলেন। বিশেষ করে বহু মানুষ এখন অনলাইন শপিং করে। তাই ই-কমার্স সাইটগুলি বিরাট সব ডিসকাইন্ট দেয়। আপনিও যদি অনলাইনে কেনাকাটা করে থাকেন। তবে Realme-এর একটি দুর্দান্ত স্মার্টফোনে বিশাল ছাড় পেয়ে যাবেন। Realme-এর Realme 6i স্মার্টফোনটি অনেক কমে কিনতে পারবেন। কোথায়, কীভাবে পাবেন তা দেখে নিন।
Oppo Realme 6i-এ কী-কী অফার রয়েছে?
Oppo Realme 6i স্মার্টফোনটি আসল দাম 18,999 টাকা। তবে আপনি 31 শতাংশের বিশাল ডিসকাউন্টে ডিভাইসটি কিনতে পারবেন। এতে 31 শতাংশ বাম্পার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন প্রশ্ন হল আপনি এই ফোনটি এত কমে কোথা থেকে কিনবেন? অনলাইন শপিং ওয়েবসাইট Amazon-এ পাওয়া যাচ্ছে। Oppo Realme 6i এর 6 GB RAM এবং 64 GB ROM ভ্যারিয়েন্টে অনেক ছাড় পাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আর কী কী অফার পেতে চলেছেন।
আপনি ব্যাঙ্ক অফার সুবিধা নিতে পারেন। আপনি মাত্র 13,190 টাকা ডিসকাউন্ট সহ Oppo Realme 6i কিনতে পারেন। অ্যামাজনে ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। আপনি যদি IndusInd ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI তে কেনেন, তাহলে আপনি 7.5 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্টে স্মার্টফোনটি পেতে পারেন। ব্যাঙ্ক অফারে Oppo Realme 6i-এ 1500 টাকা পর্যন্ত সেভ করতে পারবেন।
এছাড়াও আপনি Amazon-এ প্রচুর সুবিধা পাবেন। আপনি Oppo Realme 6i স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারের সুবিধাও নিতে পারেন। আপনি আপনার পুরনো ডিভাইসটি এক্সচেঞ্জ করে Oppo Realme 6i কিনতে পারেন। এই এক্সচেঞ্জ অফারের দাম আপনার পুরনো ফোনের মাথার উপর নির্ভর করবে। আপনি এক্সচেঞ্জ অফারের অধীনে অতিরিক্ত 12,500 টাকা বাঁচানোর সুযোগ পাচ্ছেন। অর্থাৎ, যদি আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ঠিক থাকে, তাহলে আপনি মাত্র 6499 টাকায় Oppo Realme 6i কিনতে পারবেন।