মাত্র 6999 টাকায় স্মার্টফোন লঞ্চ করল Lava, খারাপ হলে বাড়ি গিয়ে ফ্রি সার্ভিস দেবে কোম্পানি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 02, 2023 | 4:45 PM

Lava Yuva 2 Price: Yuva 2-তে 3GB RAM এবং UFS 2.2 64GB স্টোরেজ সহ Unisock T606 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 3GB ভার্চুয়াল র‍্যাম বাড়িয়ে নিতে পারবেন। কম দাম হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে।

মাত্র 6999 টাকায় স্মার্টফোন লঞ্চ করল Lava, খারাপ হলে বাড়ি গিয়ে ফ্রি সার্ভিস দেবে কোম্পানি

Follow Us

Lava ভারতীয় বাজারে নতুন একটি ফোন এনে হাজির করল। ফোনটির দাম অনেক কম রাখা হয়েছে। অর্থাৎ বাজেট সেগমেন্টেই এই নতুন ফোন এনে হাজির করেছে কোম্পানিটি। লাভা তাদের নতুন স্মার্টফোন Lava Yuva 2 লঞ্চ করেছে মাত্র 6999 টাকায়। Yuva 2-তে 3GB RAM এবং UFS 2.2 64GB স্টোরেজ সহ Unisock T606 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 3GB ভার্চুয়াল র‍্যাম বাড়িয়ে নিতে পারবেন। কম দাম হওয়া সত্ত্বেও এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনে কী-কী ফিচার ব্যবহার করা হয়েছে?

Yuva 2-তে নতুন ‘SINK’ ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। SINK ডিসপ্লেতে একটি হাই স্ক্রিন-টু-বডি ও পাতলা বেজেল রয়েছে। অন্যান্য লাভা স্মার্টফোনের মতোই, Yuva 2-তে প্রিমিয়াম গ্লাস ব্যাক ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে – গ্লাস ব্লু, গ্লাস ল্যাভেন্ডার এবং গ্লাস গ্রিন।

ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কম দামের এই ফোনটিতে আপনি 13MP ডুয়াল AI রিয়ার ক্যামেরা পাবেন। অর্থাৎ ক্যামেরায় AI-এর সাপোর্ট রয়েছে। আর এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যাতে স্ক্রিন ফ্ল্যাশের অপশনও পেয়ে যাবেন। এর পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। কল রেকর্ডিং করার জন্য এটিতে ডুয়াল মাইক্রোফোন রয়েছে।

ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি এবং Type-C 10W চার্জার রয়েছে। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 12 এ চলে। তবে কোম্পানি 2 বছরের জন্য একটি Android আপগ্রেড দেবে বলে জানিয়েছে। এতে আপনি এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন।

কোথা থেকে কিনবেন?

এবার প্রশ্ন হল আপনি এই নতুন ফোনটি কোথা থেকে কিনবেন? ই-কমার্স সাইট Flipkart ও Amazon-এ এর বিক্রি শুরু হবে। তবে আপনি চাইলে লাভার রিটেল নেটওয়ার্ক থেকে ফোনটি কিনতে পারবেন। বুধবার থেকে লাভার রিটেল নেটওয়ার্কে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হবে। আর অফলাইনেও যে কোনও দোকানে পেয়ে যাবেন। আপনি এই ফোনে ‘ফ্রি হোম ডেলিভারি’-এর সুবিধাও পাবেন।

Next Article