OnePlus থেকে শুরু করে Xiaomi, অগাস্টে ভারতে লঞ্চ হচ্ছে এই 8 স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 02, 2023 | 6:33 PM

Upcoming Mobile In August: অগাস্ট শুরুর প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে ফোন লঞ্চ। অর্থাৎ জুলাইয়ের মতো আগস্টেও লঞ্চ হওয়ার কথা একাধিক স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফোন বাজারে আসতে চলেছে?

OnePlus থেকে শুরু করে Xiaomi, অগাস্টে ভারতে লঞ্চ হচ্ছে এই 8 স্মার্টফোন

Follow Us

চলতি বছরের জুলাইয়ে প্রচুর স্মার্টফোন বাজারে এসেছে। কোম্পানিগুলি পাল্লা দিয়ে একের পর এক নতুন ফোন লঞ্চ করেছে। জুলাইয়ে কম দাম থেকে শুরু করে প্রিমিয়াম,সব ধরনের ফোনই এসেছে। যে স্মার্টফোনগুলো সবার নজর কেড়েছে তার মধ্যে রয়েছে Samsung Galaxy Z Flip and Fold 5, Motorola Razr 40 Series, iU Neo 7 Pro, Nothing Phone 2 এবং অন্যান্য মডেল। শুধু জুলাই বললে কম বলা হবে, অগাস্ট শুরুর প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে ফোন লঞ্চ। অর্থাৎ জুলাইয়ের মতো আগস্টেও লঞ্চ হওয়ার কথা একাধিক স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফোন বাজারে আসতে চলেছে? কিছু কোম্পানি আনুষ্ঠানিকভাবে তথ্য ভাগ করেছে। আর কিছু ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে জানানো হবে।

চলতি মাসে লঞ্চ হচ্ছে এসব ফোন:

মাসের শুরুতেই Xiaomi Redmi 12 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Xiaomi ছাড়াও, Motorola ইতিমধ্যেই Moto G14 স্মার্টফোনও লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনই বাজেট রেঞ্জের মধ্যে লঞ্চ করা হয়েছে। এগুলি ছাড়াও OnePlus Open (fold), Vivo V29 সিরিজ, iQOO Z7 Pro, Infinix GT 10 series, Tecno Pova 5 Pro, Poco M6 সিরিজ, Samsung Galaxy F34 5G এবং Realme 11 স্মার্টফোন এই মাসে লঞ্চ হতে পারে। এই তথ্যটি শেয়ার করেছেন টিপস্টার অভিষেক যাদব। ইতিমধ্যেই Infinix GT 10 Pro-এর ফিচার ফাঁস হয়ে গিয়েছে।

Infinix GT 10 Pro:

লঞ্চের তারিখ – 3 আগস্ট 2023
সম্ভাব্য দাম- 10 হাজার টাকা

Infinix GT 10 Pro স্মার্টফোনে 6.67 ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটিতে 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। প্রসেসর সাপোর্ট হিসেবে ফোনে MediaTek Dimensity 8050 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে 108MP ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। Samsung Galaxy F34 5G
Samsung Galaxy F34 5G স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর রিফ্রেশ রেট সাপোর্ট 120Hz। ফোনটিতে একটি বড় 6,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। ফোনটি বাজারে আসতে আর মাত্র একটা দিনের অপেক্ষা।

Next Article