বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই 2024। কিন্তু চলতি বছরে একের পর এক ফোন বাজারে এসেছে। প্রিমিয়াম ফোন থেকে ফ্ল্যাগশিপ ফোন তালিকায় রয়েছে অনেক কিছুই। চলুন দেখে নেওয়া যাক।
iPhone 15 Pro Max: প্রথমেই আসে এই ফোনটি। অ্যাপলের এই আইফোনটিও এই বছর একটি দুর্দান্ত স্মার্টফোন হয়েছে। ভারতে আইফোন 15 প্রো’র দাম 1,34,900 টাকা (128GB), 1,44,900 টাকা (256GB), 1,64,900 টাকা (512GB) এবং 1,84,900 টাকা (1TB)।
IQOO 12 5G: এই ফোনটি গতকাল অর্থাৎ 12 ডিসেম্বর লঞ্চ করা হয়েছিল। এই বছর ভারতে এটাই প্রথম ফোন যাতে কোয়ালকমের লেটেস্ট চিপ আছে। এই ফোনটি 12/256GB এবং 16/512GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে IQOO 12 5G-এর দাম 52,999 টাকা এবং 57,999 টাকা। এই ফোনে Android 14 এবং 50+50+64MP এর তিনটি ক্যামেরা রয়েছে। এই প্রথম কোনও ফ্ল্যাগশিপ ফোনে 64MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
Google Pixel 8 pro: এই ফোনটিতে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে, 5050 mAh ব্যাটারি, টেনসর G3 চিপ এবং 50+48+48MP এর তিনটি ক্যামেরা রয়েছে। মোবাইল ফোনটির দাম 1,06,999 টাকা।
Xiaomi 13 Pro 5G: Xiaomi এর এই স্মার্টফোনটিও একটি ভাল ফোন। এতে লাইকার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে আপনি তিনটি 50MP ক্যামেরা পাবেন। সামনে আপনি একটি 32MP ক্যামেরা পাবেন। স্মার্টফোনটির দাম 74,999 টাকা।
OnePlus Open: OnePlus ভারতে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। এতে আপনি একটি 7.82 ইঞ্চি মেইন ডিসপ্লে পাবেন। মোবাইল ফোনটি Snapdragon 8 Gen 2 চিপ সহ আসে এবং এতে একটি 4805 mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে 48+64+48MP তিনটি ক্যামেরা রয়েছে।
এগুলি ছাড়াও, Samsung Galaxy S23 Ultra, Galaxy Z Fold 5, Nothing Phone 2, Motorola Edge 40 Pro ইত্যাদির মতো অনেক দুর্দান্ত স্মার্টফোন এই বছর লঞ্চ হয়েছে।