23 জানুয়ারি ভারতে আসছে দুর্দান্ত OnePlus 12, দাম হতে পারে…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 16, 2023 | 4:18 PM

OnePlus 12 ফোনে দেওয়া হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, যা পেয়ার করা থাকছে 24GB RAM এবং 1TB স্টোরেজের সঙ্গে। থাকছে 6.82 ইঞ্চির X1 ওরিয়েন্টাল LTPO OLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1440 X 3168 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 2600 নিটস। অত্যন্ত শক্তিশালী একটি 5400mAh ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

23 জানুয়ারি ভারতে আসছে দুর্দান্ত OnePlus 12, দাম হতে পারে...
ওয়ানপ্লাস নিয়ে আসছে দুর্দান্ত মোবাইল।

Follow Us

চলতি মাসের শুরুতেই চিনের বাজারে হাজির হয়েছে OnePlus 12। সেই ফোন এবার ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ হতে চলেছে। 23 জানুয়ারি OnePlus 12 ভারতে লঞ্চ করা হবে। গ্লোবাল ইভেন্টে OnePlus 12-এর পাশাপাশিই OnePlus 12R ফোনটিও লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। 23 জানুয়ারি সন্ধে সাতটা থেকে ভারতে লঞ্চ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। ইউটিউবে সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, OnePlus 12 ও OnePlus 12R এই দুটি ফোনই সেরার সেরা হার্ডওয়্যার স্পেসিফিকেশন ও সফট্ওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারবে ব্যবহারকারীদের। তার জন্য ফোনের প্লাস, প্রো, আলট্রা ইত্যাদি মডেল নিয়ে আসার দরকার হয়নি বলেও জানিয়েছে ওয়ানপ্লাস। এই ডুয়াল-ফ্ল্যাগশিপ ফোনেই থাকছে অনন্য কিছু গুণাবলী। কাস্টমাররা নিজেদের পছন্দ এবং চাহিদার কথা মাথায় রেখেই এই দুটি ফোনের যে কোনও একটি বেছে নিতে পারবেন।

OnePlus 12: কেমন হতে পারে ফোনটি

OnePlus 12 ফোনে দেওয়া হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, যা পেয়ার করা থাকছে 24GB RAM এবং 1TB স্টোরেজের সঙ্গে। থাকছে 6.82 ইঞ্চির X1 ওরিয়েন্টাল LTPO OLED ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1440 X 3168 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 2600 নিটস। অত্যন্ত শক্তিশালী একটি 5400mAh ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক OxygenOS 14।

দুর্ধর্ষ ক্যামেরা সেটআপও দেওয়া হচ্ছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 48MP আলট্রা ওয়াইড শুটার, একটি 64MP পেরিস্কোপ লেন্স এবং 3X টেলিফটো জ়ুম। এই ওয়ানপ্লাস ফোনের দাম শুরু হচ্ছে CNY 4,299 থেকে, ভারতীয় মূল্যে যা প্রায় 50,000 টাকা। মনে করা হচ্ছে, এর থেকে কিছুটা কম দামেই ফোনটি ভারতে আসবে। সবুজ , সাদা ও কালো এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

Next Article