50MP ক্যামেরা নিয়ে হাজির হল Moto G32, দাম মাত্র 12,999 টাকা, HDFC ব্যাঙ্কের কার্ড থাকলে 1,250 টাকা ডিসকাউন্ট
Moto G32 Price And Specifications: দেশের মার্কেটে নতুন স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা। সস্তার সেই মোটো জি32 ফোনের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
ভারতের বাজারে ফের একটি নতুন স্মার্টফোন নিয়ে এল মোটোরোলা, যার নাম Moto G32। একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির। সেই 4GB+64GB স্টোরেজ মডেলের Moto G32 ফোনের দাম ভারতে 12,999 টাকা। মোট দুটি কালার মডেলর রয়েছে এই ফোনের- মিনারেল গ্রে এবং স্যাটিন সিলভার। 16 অগস্ট থেকে ফ্লিপকার্ট ও দেশের সমস্ত রিটেল দোকানে কেনাকাটির জন্য উপলব্ধ হবে ফোনটি।
HDFC ব্যাঙ্কের সঙ্গে জুটি বেঁধে এই ফোনের সঙ্গে আকর্ষণীয় অফার দিচ্ছে মোটোরোলা। যে সব গ্রাহকের কাছে HDFC ব্যাঙ্কের কার্ড রয়েছে, তাঁরা এই ফোনটি ক্রয় করলে ইনস্ট্যান্ট 1,250 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর সেই ব্যাঙ্কর অফারের পরে ফোনটির দাম হয়ে যাবে 11,749 টাকা। এছাড়া রিলায়েন্স জিও-র তরফ থেকে ছাকছে 2,559 টাকার অফার। যার মধ্যে রয়েছে বিভিন্ন রিচার্জ প্ল্যানে 2,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ZEE5 অ্যানুয়াল সাবস্ক্রিপশনে 559 টাকা ডিসকাউন্ট।
Moto G32: স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। ফোনটি এক্সপ্যান্ডেবল স্টোরেজও সাপোর্ট করবে।
সফটওয়্যারের দিক থেকে এই ফোন দৌড়বে স্টক অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে। মোটোরোলার তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড 13 আপডেট পাবে এবং পরবর্তী 3 বছর বিভিন্ন সিকিওরিটি আপেডট পেতে চলেছে।
অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও রয়েছে স্টিরিও স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। ফোনটির কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে IP52 ওয়াটার রিপিলেন্ট ডিজ়াইন, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার, 2X2 MIMO-সহ আরও অনেক।
Moto G32 ফোনটিতে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে রয়েছে একটি 50MP সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 8MP আলট্রাওয়াইড লেন্স, একটি ডেপথ ক্যামেরা সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।