Moto G82 5G লঞ্চ হল ভারতে, কম দামে 120Hz ডিসপ্লে, দুর্ধর্ষ 50MP ক্যামেরা
Moto G82 5G ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। 21,499 টাকা থেকে দাম শুরু হচ্ছে এই ফোনের। 120Hz AMOLED ডিসপ্লে, 50MP ট্রিপল ক্যামেরা, Snapdragon 695 প্রসেসর-সহ একাধিক উল্লেখযোগ্য ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে এই ফোনের।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে Moto G82 5G ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এটি কোম্পানির লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন। নতুন Motorola ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এই ফোনটিকে বলা হচ্ছে সবথেকে হাল্কা এবং পাতলা স্মার্টফোন, যার ওজন মাত্র 173 গ্রাম এবং পুরুত্ব 7.99mm। এই একই দাম এবং ফিচার্সের মধ্যে Moto G82 5G ফোনটি টক্কর দিতে পারে Redmi Note 11 Pro+, OnePlus Nord CE 2 Lite এবং Vivo T1 এই তিনটি ফোনের সঙ্গে।
Moto G82 5G ভারতে দাম, উপলব্ধতা এবং অফার
Moto G82 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 21,499 টাকা। অন্য দিকে ফোনের হাই-এন্ড ভ্যারিয়েন্ট 8GB + 128GB কনফিগারেশনের দাম 22,999 টাকা। ফোনটির মোট দুটি কালার মডেল রয়েছে – মেটেওরাইট গ্রে এবং হোয়াইট লিলি। 14 জুন থেকে ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হবে। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল-সহ দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকেও ফোনটি কিনতে পারবেন ক্রেতারা।
লঞ্চ অফারে এই Moto G82 5G ফোনটি SBI ক্রেডিট কার্ডের সাহায্যে ক্রয় করলে থাকছে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি Reliance Jio-র কাছ থেকে 5,049 টাকার বেনিফিটসও পাওয়া যাবে।
Moto G82 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স
ডুয়াল সিম সাপোর্টেড এই Moto G82 5G ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে Android 12 ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 120Hz এবং রেজ়োলিউশন 1080×2400 পিক্সেলস। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি Snapdragon 695 প্রসেসর।
Moto G82 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 50MP ক্যামেরা, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড শুটার এবং একটি 2MP ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই Moto G82 5G ফোনে। এছাড়াও রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ডুয়াল স্টিরিও স্পিকার্স সাপোর্ট করবে ফোনটি, যা ডলবি অ্যাটমস সাপোর্টেড। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 30W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।