মোটোরোলা এজ ২০ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০ প্রো স্মার্টফোন। এই ফোনে রয়েছে ১৪৪Hz রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটিংস। মোটোরোলার এই ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর, ৩০W ফাস্ট চার্জিং এবং ৫জি সাপোর্ট।
ভারতে মোটোরোলা এজ ২০ প্রো ফোনের দাম কত?
একটিই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০ প্রো ফোন। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। মিডনাইট স্কাই এবং Iridescent Cloud, এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০ প্রো ফোন। ৩ অক্টোবর থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
মোটোরোলা এজ ২০ প্রো ফোনে লঞ্চ অফার হিসেবে ১০ শতাংশ ছাড় রয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’জ সেলের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা হলে ১০ শতাংশ ছাড় পেতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি ছয় মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে ক্রেতাদের জন্য। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই ছ’মাসের নো-কস্ট ইএমআই অপশন প্রযোজ্য রয়েছে।
মোটোরোলা এজ ২০ প্রো ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে অ্যানড্রয়েড ১১ এবং My UX- এর সাহায্যে পরিচালিত হয়।
- এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস Max Vision AMOLED ডিসপ্লে।
- মোটোরোলা এজ ২০ প্রো ফোনের ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট।
- সুরক্ষার জন্য ডিসপ্লের উপর রয়েছে একটি ২.৫D কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
- এই ফোনের Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR5 র্যাম।
- ফোনের পিছনের অংশে যে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, সেখানে ১০৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স সমেত সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে।
- এর পাশাপাশি মোটোরোলা এজ ২০ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে রয়েছে ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.১, জিপিএস/এ-জিপিএস, এনএফসি এবং একটি টাইপ- সি ইউএসবি পোর্ট। এর পাশাপাশি ফোনের সাইডের অংশে পাওয়ার বাটনের নীচে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনের ব্যাটারি ৪৫০০mAh। আর সেখানে রয়েছে ৩০W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৯০ গ্রাম।
আরও পড়ুন- Oppo A55: ওপ্পো ‘এ’ সিরিজের ৪জি স্মার্টফোন ওপ্পো এ৫৫- র বিভিন্ন ফিচারগুলো দেখে নিন একনজরে