Motorola Razr 40 Ultra Features: অনেক কোম্পানিই দাবি করে, তাদের ফোনে একদম পাতলা বেসেল ব্যবহার করা হয়েছে। কিন্তু এবার বাজারে এমন একটি ফোন আসতে চলেছে, যা বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এমনটাই বলা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। সুপরিচিত ব্র্যান্ড Motorola ভারতে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন Motorola Razr 40 Ultra লঞ্চ করতে প্রস্তুত। বিগত কয়েক বছর ঘরে কোম্পানিগুলি বিভিন্ন সব ফিচার দিয়ে স্মার্টফোন বাজারে আনছে। শুধুই ফিচার বললে কম বলা হবে। বরং লুকের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তেমনই একটি আকর্ষনীয় লুকের ফোন আনতে চলেছে Motorola, যা কি না বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন। কোম্পানিটি সম্প্রতি চিনে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra লঞ্চ করেছে। এখন এটি ভারতে আসার জন্যও প্রস্তুত। কিন্তু কবে আসবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি কোম্পানিটি।
অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) মাইক্রোসাইটে স্মার্টফোনটি ইতিমধ্যেই লাইভ করা হয়েছে। এর অফিসিয়াল স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসে গিয়েছে। Motorola Razor 40 Ultra-এ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিসপ্লে। হ্যান্ডসেটের বাহ্যিক স্ক্রিন 3.2 ইঞ্চি। ফোনে রিফ্রেশ রেট হল 144Hz। ডিসপ্লের রেজোলিউশন হল 1056×1066। স্ক্রিনটি গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কী-কী রয়েছে?
Motorola Razr 40 Ultra-এর বাইরের প্যানেল কাস্টমাইজড শর্টকাট রয়েছে। এমনকি তাতে একাধিক অ্যাপও সাপোর্ট করবে। ছবিটি অ্যামাজন ইন্ডিয়ার সাইটে গেলেই দেখতে পাবেন। এতে মিউজিক কন্ট্রোল, গুগল ম্যাপ নেভিগেশন, অ্যাপ নোটিফিকেশন, ওয়েদার উইজেটের মতো অপশন পাওয়া যাবে। ফোনের ভিতরের অংশে একটি 6.9-ইঞ্চি LTPO স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট 165Hz। এর ডিসপ্লে 1400 নিট পিক ব্রাইটনেস। ব্যবহারকারীরা HDR + এবং SGS আই সুরক্ষা পেয়ে যাবেন।
Motorola Razor 40 Ultra প্রিমিয়াম সেগমেন্টের হ্যান্ডসেট হিসেবে বাজারে আসবে। Amazon-এর পেজ অনুসারে, কোম্পানি 22 জুন ফোনটির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হবে। এর দাম নিয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি। তবে বিভিন্ন টিপস্টারের তরফে জানা গিয়েছে এর দাম প্রায় 80,000 টাকা হতে পারে।