পুরনো Nokia 2660 ফ্লিপ ফোন হাজির নতুন রূপে, 4,699 টাকায় মধ্যবিত্তের জিয়া নস্ট্যাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 31, 2022 | 3:07 PM

Nokia 2660 Flip Phone Price, Features: ফিরল স্মৃতি! বিশ্ববাজারে ঝড় তোলার পর ভারতের বাজারে হাজির হল নোকিয়া 2660 ফ্লিপ ফোন। 5,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

পুরনো Nokia 2660 ফ্লিপ ফোন হাজির নতুন রূপে, 4,699 টাকায় মধ্যবিত্তের জিয়া নস্ট্যাল
Nokia 2660 Flip Phone লঞ্চ হয়ে গেল।

Follow Us

Nokia 2660 Flip Phone: বহু দিন পর ভারতের বাজারে নোকিয়ার ফ্লিপ ফোন লঞ্চ হল। ওল্ড-ফ্যাশনড, ক্লাসিক এই ধরনের ফ্লিপ ফিচার ফোন আজকের দিনে পাওয়াই দুষ্কর ব্যাপার। প্রসঙ্গত, ফ্লিপ নামটি এসেছে ফোন ফ্লিপ ওপেন বা ক্লোজ় করার মতো বৈশিষ্ট্য থেকে, যা পুরোদস্তুর ওল্ড-স্কুল ক্লামশেলের মতো। Nokia 2660 ফোনটি আপনি যখন ফ্লিপ ওপেন করবেন, তখন আপনার সামনে হাজির হবে একটি নিউমেরিক্যাল কিপ্যাড, যাতে বড়সড় বাটন এবং একটি 2.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে। পাশাপাশি নোটিফিকেশনের জন্য এই ফ্লিপ ফোনে রয়েছে 1.77 ইঞ্চির একটি আউটার ডিসপ্লেও।

Nokia 2660 ফ্লিপ ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 4,699 টাকায়। ফোনটির 48MB র‌্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত বাড়িয়েও নেওয়া যেতে পারে।

তবে নোকিয়ার এই ফ্লিপ ফোনে যার অভাব রয়েছে, তা হল একটি কাটিং এজ হার্ডওয়্যারের। আর সেই কারণেই ফ্লিপ বা যে কোনও ফিচার ফোন আজও সকলের কাছে নস্ট্যালজিয়া। একটা সময় ছিল যখন সেলুলার কমিউনিকেশন ছিল খুব সহজ, অল্প কাজে ব্যবহৃত হত, টাচ স্ক্রিনও তখন প্লাস্টিক থেকে তৈরি হত। সে সময় ফিচার ফোনই ছিল একমাত্র অপশন।

এই Nokia 2660 Flip Phone-এ পারফরম্যান্সের জন্য Unisoc T107 প্রসেসর দেওয়া হয়েছে। একটাই মাত্র ক্যামেরা রয়েছে ফ্লিপ ফোনটিতে, যার সেন্সর 0.3MP।

এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ চার্জ ধরে রাখতে পারে নোকিয়ার এই ফ্লিপ ফোন? সিঙ্গেল 4G সিম ব্যবহারে Nokia 2660 ফ্লিপ ফোনটি 24.9 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। পাশাপাশি লাগাতার 6.5 ঘণ্টার টক টাইমও দিতে পারে এটি। রয়েছে একটি রিমুভেবল ব্যাটারি, যাতে 2.7W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

Nokia 2660 Flip Phone-এর তিনটি কালার অপশন রয়েছে- কালো, নীল এবং লাল। প্রথম জুলাই মাসে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল বিশ্বের অন্যান্য বিভিন্ন প্রান্তে। তারপরেই এই ফোনটি হাজির হল ভারতের মার্কেটে।

Next Article