স্টাইলিশ Vivo Y35 লঞ্চ হল ভারতে, দাম 18,499 টাকা, 44W ফ্ল্যাশ চার্জ, 50MP ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 31, 2022 | 12:16 PM

Vivo V35 ফোনটি ভারতে হাজির হল মিড-রেঞ্জ সেগমেন্টে। 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরাও দেওয়া হয়েছে এতে। অন্যান্য ফিচার ও স্পেকস সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

স্টাইলিশ Vivo Y35 লঞ্চ হল ভারতে, দাম 18,499 টাকা, 44W ফ্ল্যাশ চার্জ, 50MP ক্যামেরা
Vivo V35 ফোনের আগমন ভারতে।

Follow Us

Vivo Y35 Price And Specifications: ভারতে ভিভো তার জনপ্রিয় ‘Y’ সিরিজ়ে একটি নতুন ফোন যোগ করল। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Vivo Y35। ফোনটিতে রয়েছে ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Snapdragon 680 প্রসেসরের সাহায্যে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50MP সুপার নাইট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। রয়েছে 8GB পর্যন্ত RAM এবং বর্ধিত র‌্যাম ফিচার ব্যবহার করে স্টোরেজ থেকে আরও 8GB কাজে লাগানো যেতে পারে। সব মিলিয়ে এই ফোনে মোট 16GB র‌্যাম ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Vivo Y35: ভারতে দাম ও উপলব্ধতা

ভিভোর এই লেটেস্ট হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করা হয়েছে 18,499 টাকা দামে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। ইতিমধ্যেই ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং সমস্ত ভিভো রিটেল স্টোর থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে। আগেট ব্ল্যাক এবং ডন গোল্ড ফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত এক্সক্লুসিভ অফারে Vivo Y35 ফোনটি ICICI/SBI/Kotak/OneCard ইত্যাদি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে 1,000 টাকা ক্যাশব্যাক পাবেন কাস্টমাররা।

Vivo Y35: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে একটি 6.58 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2408 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। তাছাড়াও এক্সটেন্ডেড র‌্যাম ফিচারের সাহায্যে অতিরিক্ত আরও 8GB র‌্যাম ব্যবহার করা যাবে। সব মিলিয়ে এই ফোনে থাকছে 16GB র‌্যাম।

Vivo Y35 ফোনে দেওয়া হয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP বোকে এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যাম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস ওয়েক ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। এই ভিভো হ্যান্ডসেটের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 5,000mAh ব্যাটারি, যা 44W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

Next Article