Nokia 2780 Flip লঞ্চ হয়ে গেল, দুটো ডিসপ্লে, WhatsApp ব্যবহার করা যাবে…

Nokia Feature Phone With WhatsApp: একটি নতুন ফ্লিপ ফোন নিয়ে এল নোকিয়া। সংস্থার সেই লেটেস্ট ফিচার ফোনের নাম Nokia 2780 Flip। কী ফিচার রয়েছে, দাম কত, জেনে নিন সব তথ্য।

Nokia 2780 Flip লঞ্চ হয়ে গেল, দুটো ডিসপ্লে, WhatsApp ব্যবহার করা যাবে...
নতুন ফিচার ফোন নিয়ে এল নোকিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 12:16 PM

Nokia 2780 Flip Launched: স্যামসাং, অ্যাপলের মতো সংস্থা যেখানে একের পর এক তাক লাগানো ডিজ়াইনের স্মার্টফোন নিয়ে আসছে। নোকিয়ার ব্র্যান্ড লাইসেন্সি HMD Global এখনও পড়ে রয়েছে সস্তার, টেকসই ফিচার ফোনে। সংস্থাটি ভারতে একটি নতুন ফিচার ফোন নিয়ে হাজির হল, যা ফ্লিপ মেক্যানিজ়মের। মূলত এন্ট্রি-লেভেল ব্যবহারকারীদের লক্ষ্য করে নিয়ে আসা হয়েছে ফোনটি। ওল্ড-স্কুল ফ্লিপ ফোনগুলি ঠিক যেমন হত, সেরকমই T9 কিপ্যাডের Moto RAZR V3i এবং Nokia 7020-র মতোই সেই নোকিয়ার ফ্লিপ ফোন। নয়া ফোনের নাম Nokia 2780 Flip। মাল্টি-কালার এই ফোন FM রেডিও সাপোর্ট করে, রয়েছে Wi-Fi 802.11 b/g/n। এছাড়া অন্যান্য নোকিয়া ফিচার ফোনের মতোই এতেও রয়েছে 4G VoLTE। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি নেই।

Nokia 2780 Flip: দাম ও উপলব্ধতা

আপাতত Nokia 2780 Flip ফোনটি নিয়ে আসা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য। বিশ্বের অন্যান্য প্রান্তে ফোনটি কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আমেরিকায় এই ফোনের দাম 89.99 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 7,400 টাকা। নীল এবং লাল এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। 7 নভেম্বর থেকে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

এদিকে ভারতে ইতিমধ্যেই নোকিয়ার একটি ফ্লিপ ফোন লঞ্চ করা হয়েছে। মডেলটির নাম Nokia 2660 Flip, 4,699 টাকায় ভারতে এই ফোনটি নিয়ে আসা হয়েছে। কালো, নীল এবং লাল এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি।

Nokia 2780 Flip: স্পেসিফিকেশন, ফিচার

Nokia 2780 Flip ফোনে রয়েছে দুটি স্ক্রিন, তার একটায় রয়েছে অনবোর্ড ক্যামেরা। যে অংশটি ফ্লিপ করবে, সেখানে রয়েছে 1.77 TFT ডিসপ্লে এবং তার অন্দরে মূল 2.7 ইঞ্চির TFT ডিসপ্লে। Nokia 2780 ফ্লিপ ফোনের পিছনে একটি 5MP ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে ফিক্সড ফোকাস এবং LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটির পাওয়ারের বিষয়টি নিশ্চিত করছে Qualcomm এর 214 চিপসেট, যার পিক ডাউনলিঙ্ক স্পিড 150Mbps।

Nokia 2780 Flip এর সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে Nokia 2760 Flip ফোনের। তবে 2780 Flip ফোনটি FM রেডিও সাপোর্ট করে। এছাড়াও ফোনটি MP3 সাপোর্ট করে। রয়েছে Wi-Fi Wi-Fi 802.11 b/g/n। স্টোরেজের দিক থেকে এই ফোনে 4GB পর্যন্ত RAM এবং 512MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সিঙ্গেল সিম সাপোর্ট করে ফোনটি।

টাইপ-সি পোর্ট সাপোর্ট করে এই ফোন। অর্থাৎ আলাদা করে আপনাকে আর মাইক্রো-ইউএসবি কেবেল বহন করতে হবে না। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে KaiOS, যা WhatsApp সাপোর্ট করে।