Nokia C02 Features: এইচএমডি গ্লোবাল (HMD Global) তার নতুন এন্ট্রি লেভেল ফোন Nokia C02 লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে Android Go ভার্সন রয়েছে। Nokia C02-তে একটি 5.45-ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশনFWVGA+। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং পেয়েছে। এছাড়াও, এতে 5Q চার্জিং সাপোর্ট সহ একটি 3000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল, আপনি এই ফোনের ব্যাটারি খুলতে পারবেন। বেশ কয়েক বছর ধরে এমন ফিচারের ফোন বাজারে নেই বললেই চলে। বর্তমানে বেশিরভার ফোনই অ্য়াটাচ ব্যাটারির সঙ্গেই আসে। নোকিয়ার (Nokia) তরফে এখনও দামের বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে Nokia C02 ফোনটি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ফোনটিকে দু’টি রঙে বাজারে আনা হয়েছে। তা হল- চারকোল গ্রে এবং সায়ান রঙ। খুব শীঘ্রই ভারতের বাজারে এই Android Go ভার্সনের ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। দেখে নিন এই ফোনের ফিচারগুলি।
Nokia C02-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Nokia C02-এ Android 12 Go এডিশন (Android 12 Go Edition) দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে FWVGA+ রেজোলিউশন সহ একটি 5.45-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনে পাতলা বেজেল এবং পলিকার্বোনেট ফ্রেম দেওয়া হয়েছে।
ফোনে ন্যানো টেক্সচার (Nano texture) পাওয়া যায়। Nokia C02-এ কোয়াডকোর প্রসেসরের (Quadcore Processor) সঙ্গে 2 GB RAM এবং 32 GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এতে রয়েছে 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Nokia C02 এর সাথে পোর্ট্রেট, টাইম ল্যাপস, বিউটি মোডও রয়েছে। সংযোগের জন্য, ফোনটিতে Wi-Fi, ব্লুটুথ 4.2, মাইক্রো USB পোর্ট এবং 3.5mm অডিয়ো জ্যাক রয়েছে। এই Nokia C02 স্মার্টফোনের ওজন 191 গ্রাম।
অন্য়দিকে, সম্প্রতি ভারতে Nokia X30 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। 6.43 ইঞ্চির 90Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে একটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে চালিত হচ্ছে। 100% রিসাইকেলড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং 65% রিসাইকেলড প্ল্যাস্টিক ব্যাক দিয়ে তৈরি করী হয়েছে এই ফোন। এতে রয়েছে সবথেকে সেরা লো লাইট ইমেজিং কোয়ালিটি। Nokia X30 5G ফোনের সঙ্গে কোম্পানি তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং মাসিক সিকিওরিটি আপডেট অফার করছে।