AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nokia C21 Plus লঞ্চ হল ভারতে, 10,299 টাকায় 13MP ক্যামেরা ও 3 দিনের ব্যাটারি লাইফ

Nokia C21 Plus Price And Specifications: বাজেট সেগমেন্টে ভারতে একটি চমৎকার স্মার্টফোন নিয়ে হাজির হল নোকিয়া। সেই নোকিয়া C21 Plus ফোনের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে জেনে নিন।

Nokia C21 Plus লঞ্চ হল ভারতে, 10,299 টাকায় 13MP ক্যামেরা ও 3 দিনের ব্যাটারি লাইফ
13MP প্রাইমারি ক্যামেরা এবং 5,050mAh ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে।
| Edited By: | Updated on: Jul 12, 2022 | 3:30 PM
Share

Nokia C21 Plus ফোনটি মঙ্গলবার ভারতে লঞ্চ করে গেল। এই হ্যান্ডসেটের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি 13MP ক্যামেরা এবং এমন একটা ব্যাটারি, যা একবার চার্জে 3 দিনের ব্যাকআপ দিতে পারে। বায়োমেট্রিকের জন্য ফোনটিতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। দুই বছরের জন্য কোয়ার্টার্লি সিকিওরিটি আপডেটও পেতে চলেছে ফোনটি। Nokia C21 Plus ফোনের দাম শুরু হচ্ছে 10,299 টাকা থেকে। আর সেই দাম একবারে বেস 3GB + 32GB স্টোরেজ মডেলের জন্য। অন্যান্য মডেলের দাম, কী-কী স্পেসিফিকেশনস রয়েছে, কবে থেকে কেনা যাবে, এমনই যাবতীয় খুটিনাটি তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

Nokia C21 Plus দাম ও উপলব্ধতা

আপাতত নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। যেমনটা আমরা আগেই বললাম, এই ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ স্পেসের দাম 10,299 টাকা। অন্য দিকে ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,299 টাকা। ডার্ক সিয়ান এবং ওয়ার্ম গ্রে এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটি। লঞ্চ অফারে এই ফোনের সঙ্গে Nokia Wired Buds-ও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন গ্রাহকরা।

Nokia C21 Plus স্পেসিফিকেশনস ও ফিচার্স

এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসরের সাহায্যে। সফ্টওয়্যার হিসেবে থাকছে Android 11 Go Edition অপারেটিং সিস্টেম। লাগাতার দুই বছরের সিকিওরিটি আপডেট ওই ফোনের সঙ্গে দিতে চলেছে নোকিয়া।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক প্রযুক্তি রয়েছে এই ফোনে। অপ্টিক্সের দিক থেকে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 13MP এবং সেকেন্ডারি একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 5MP ক্যামেরা। ফ্রন্ট ও ব্যাক দুই ক্যামেরা সেটআপেই রয়েছে LED ফ্ল্যাশ।

অত্যন্ত শক্তিশালী একটি 5,050mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। যা তিন দিনের ব্যাটারি জীবন দিতে সক্ষম। রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো-USB পোর্ট ও Bluetooth v4.2 ওয়্যারলেস কানেক্টিভিটি। 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ থাকলেও একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।