Nothing Phone (1) এখন আপনি মাত্র 249 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন। Flipkart-এ আপনি এই বিরাট অঙ্কের ছাড় পেয়ে যাবেন। হাতে কিন্তু বেশি সময় এক্কেবারেই নেই। তাই, যত দ্রুত সম্ভব ফ্লিপকার্টে গিয়ে ফোনটি কিনে ফেলুন। এদিকে Nothing তাদের দ্বিতীয় স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করে দিয়েছে। কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে ফোনটি টিজ়ও করা হচ্ছে। সেই ফোন লঞ্চের আগেই ব্যাপক ছাড় মিলছে Nothing Phone (1)-এ। আসলে গত 10 মে শেষ হয়েছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ় সেল। সেখানেই অফার মিলছিল নাথিং ফোনে। সেল শেষ হয়েছে ঠিকই, তবে Nothing Phone (1)-এর জন্য অফারটি এখনও রয়েছে।
ব্রিটেনের সংস্থা Nothing, যার কর্ণধারের নাম কার্ল পেই, তাঁর কোম্পানির প্রথম হ্যান্ডসেট হল Nothing Phone (1)। কনজ়িউমার টেক স্টার্টআপের এটিই এই সেগমেন্টের’সর্বাধিক বিক্রিত’ স্মার্টফোন হিসেবেও দাবি করা হয়েছে। 28,750 টাকা ছাড়ের পরে ফ্লিপকার্টে এই ফোন আপনি পেয়ে যাবেন মাত্র 249 টাকায়। এমনিতে এই ফোনের দাম ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে 28,999 টাকা। 9,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পরে এই দাম ধার্য করা হয়েছে। তার উপরে আবার থাকছে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তার ফলেই ফোনের দাম হয়ে যাচ্ছে 28,249 টাকা।
এর পরে রয়েছে সবথেকে বড় অফারটি। সেটি হল এক্সচেঞ্জ অফার। পুরনো ফোনটা বদলে আপনি যদি নিজেকে একটা Nothing Phone (1)-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন সরাসরি 28,000 টাকা ছাড়। গত বছর এই ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল তখন তার বেস মডেলের দাম ছিল 32,999 টাকা।
এখন প্রশ্ন হচ্ছে, কয়েক দিনের মধ্যেই যেখানে Nothing Phone (2) লঞ্চ করছে তখন আর আপনি তার পূর্ববর্তী প্রজন্মের হ্যান্ডসেট কেন কিনতে যাবেন? Nothing Phone (1) কেনার একাধিক কারণ রয়েছে। এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চির OLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনের দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি কোয়ালকন স্ন্যাপড্রাগন 778G+ প্রসেসরের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।