Nokia C22 Features: স্মার্টফোন আসার আগে ভারতে Nokia-এর বিরাট রমরমা ছিল। কিন্তু তারমানে একেবারেই নয় যে, বর্তমানে তা কমে গিয়েছে। কয়েক বছর আগে পর্যন্তও Nokia স্মার্টফোনের জগতে বিশাল কোনও জায়গা করে নিতে পারেনি। তার কারণ তাদের একের পর এক ফোন কোনও না কোনও দিক থেকে অন্য সব কোম্পানির ফোনগুলির কাছে পিছিয়ে পড়ত। কিন্তু বিগত কয়েক বছরে কোম্পানিটি নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কম দামের ফোন বাজারে এনে। ইতিমধ্যেই Nokia গ্রাহকদের জন্য একটি নতুন বাজেট স্মার্টফোন Nokia C22 লঞ্চ করেছে। কোম্পানিটি এতে ভাল ব্যাটারি লাইফ, ডুয়াল ক্যামেরা সেটআপ এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ এই লেটেস্ট নোকিয়া মোবাইল ফোনটি লঞ্চ করেছে। এই এন্ট্রি লেভেল ফোনটির দাম কত এবং এই ফোনটিতে কী-কী স্পেসিফিকেশন রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।
Nokia C22-এর দাম:
কোম্পানিটি এই লেটেস্ট Nokia স্মার্টফোনের দাম রেখেছে 7,999 টাকা। আপনি যদি 10,000 টাকাপ মধ্যে একটি ভাল ফোন কিনবেন বলে প্ল্যান করে থাকেন, তাহলে এই ফোনটি কিনে নিতেই পারেন। ফোনটি বেগুনি, স্যান্ড এবং চারকোল রঙে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দু’টি ভেরিয়েন্ট রয়েছে। 2 GB RAM ও 2 GB ভার্চুয়াল RAM সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও 4 GB RAM-এর সঙ্গে 2 GB ভার্চুয়াল RAM সাপোর্ট পাবেন। উভয় মডেলই 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে। আপনি 256 GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
Nokia C22-এর স্পেসিফিকেশন:
6.5-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ এই Nokia ফোনটির পিছনে একটি 13-মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আপনি যদি সেলফি তুলতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য এর ফ্রন্ট ক্যামেরাটি একটু কম মনে হতে পারে। এই ডিভাইসটিতে আপনি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও পাবেন।
চিপসেটের কথা বললে, অ্যান্ড্রয়েড 13 Go ভার্সনে চলা এই ফোনটিতে একটি অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য, এই বাজেট ফোনে ফেস আনলক ফিচার পেয়ে যাবেন। এছাড়াও ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
Nokia C22-এ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে তিন দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ফোনের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে 10W চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP52 রেটিং রয়েছে। এই 4G ফোনটিতে কানেক্টিভিটির জন্য GPS, Wi-Fi, GLONASS এর মতো অনেক ফিচার রয়েছে।