Google Pixel 7a লঞ্চ হওয়ার পর একদম সস্তা হয়ে গেল Pixel 6a, আপনি কেন কিনবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 13, 2023 | 7:50 AM

Google Pixel 6a Offers: Google Pixel 7a বাজারে আসার সঙ্গে সঙ্গে Google Pixel 6a-এর দাম কমে গিয়েছে। গুগল পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে। ইভেন্টের পর Google Pixel 6a-এর দাম কত কমেছে তা জেনে নিন।

Google Pixel 7a লঞ্চ হওয়ার পর একদম সস্তা হয়ে গেল Pixel 6a, আপনি কেন কিনবেন জানুন

Follow Us

Google Pixel 7a Price: Google চলতি বছরের 10 মে Google I/O চলাকালীন Pixel 7a চালু করেছে। মানুষ এই ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভারতেও এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর অনেকেই জানেন বাজারে নতুন কোনও ফোন এলে, তার আগের ভার্সনটির দাম কমে যায়। সেই মতোই Google Pixel 7a বাজারে আসার সঙ্গে সঙ্গে Google Pixel 6a-এর দাম কমে গিয়েছে। গুগল পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে। গুগল ইভেন্ট চলাকালীন Google Pixel 7a-এর ফিচারগুলিও সামনে এনেছিল। ইভেন্টের পর Google Pixel 6a-এর দাম কত কমেছে তা জেনে নিন।

Google Pixel 6a-এর দাম:

Google Pixel 6a ফ্লিপকার্টে 27,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির আসল দাম 43,999 টাকা। এর মানে Pixel 6a-এর দাম 16,000 টাকা কমেছে। এর 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই ফোনটি 2022-এ ভারতে লঞ্চ হয়েছিল। তারপর বিরাট জনপ্রিয়তা লাভ করেছিল এই ফোনটি। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, Pixel 6a ফোনটি 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী 10 মিলিয়নের বেশি ইউনিট বিক্রি হয়েছে।

Google Pixel 6a কেন কিনবেন?

এখন প্রশ্ন হল নতুন ভার্সনটি বাজারে আসার পরে আপনার কি এখনও 27,999 টাকা খরচ করে পুরনো মডেলের Google Pixel 6a কেনা উচিত হবে? এই প্রশ্নের উত্তর জেনে নিন। Pixel 6a দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স সহ একটি ফোন। আপনি যদি কম টাকায় একটি ভাল ফোন কিনতে চান, তবে এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। বিশেষ করে যারা 28,000 টাকার নিচে স্মার্টফোন খুঁজছেন। আপনি যদি আরও কয়েক হাজার টাকা বেশি খরচ করতে পারেন, তবে আপনি Pixel 7a-এও কিনে নিতে পারবেন। Pixel 6a-এর থেকে 72 শতাংশ বড় সেন্সর পেয়ে যাবেন Pixel 7a-এ। এছাড়া 8x সুপার রেস জুম এবং 4k রেজোলিউশনে ভিডিয়োর সুবিধাও পাবেন। এই ফোন কিনলে 3 মাস পর্যন্ত ফ্রি ইউটিউব প্রিমিয়াম এবং গুগল ওয়ান সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

Next Article