Google Pixel 7a ছাড়ুন, তার থেকেও কম বাজেটে বাজারে দেদার বিকোচ্ছে এই 3 স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 13, 2023 | 12:32 PM

Best Camera Smartphones: Google Pixel 7a-এর দাম 40 হাজার টাকা। কিন্তু এত টাকা খরচ করে আপনি কেন এই ফোনটি কিনবেন? বাজারে এর থেকে কম দামে এই একই ফিচার সহ অনেক ফোন পেয়ে যাবেন।

Google Pixel 7a ছাড়ুন, তার থেকেও কম বাজেটে বাজারে দেদার বিকোচ্ছে এই 3 স্মার্টফোন

Follow Us

Best Affordable Smartphones: সদ্য লঞ্চ হওয়া Google Pixel 7a নিয়ে অনেক হৈ চৈ শুরু হয়েছে। এই স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। তার তারপর থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছে ফোনটি। এতে ক্যামেরা 48 মেগাপিক্সেল। পিক্সেল ফোনগুলিতে দুর্দান্ত ক্যামেরা ব্যবহার করা হয়। তাই মানুষের মধ্যে এই ফোন কেনার একটি ইচ্ছে থাকে। কিন্তু দামের কারণে অনেকেই কিনে উঠতে পারেন না। Google Pixel 7a-এর দাম 40 হাজার টাকা। কিন্তু এত টাকা খরচ করে আপনি কেন এই ফোনটি কিনবেন? বাজারে এর থেকে কম দামে এই একই ফিচার সহ অনেক ফোন পেয়ে যাবেন। এমনকি এই Pixel ফোনের মতোই ক্যামেরা পেয়ে যাবেন। তাও আবার মাত্র 25 হাজার টাকার কমেই।

Redmi Note 12 Pro 5G

এই Redmi ফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz। পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 1080 SoC চিপসেট দেওয়া হয়েছে। বেস ভ্যারিয়েন্টে 6GB RAM + 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি 16MP সেলফি ক্যামেরাও পাওয়া যাচ্ছে। ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের দাম 24,999 টাকা থেকে শুরু।

Realme 10 Pro+ 5G

এই ফোনে একটি 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, ডাইমেনসিটি 1080 SoC চিপসেট রয়েছে। এছাড়া বেস মডেলে 6 GB RAM এবং 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। এতে আপনি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন। এর সঙ্গে 16MP সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 67 ওয়াটের ফাস্ট চার্জং সাপোর্ট করবে। এই স্মার্টফোনের দাম 24,999 টাকা।

IQOO Neo 6 5G

এই স্মার্টফোনটির দাম 24,999 টাকা থেকে শুরু। এতে আপনি 120Hz রিফ্রেশ রেট সহ 6.62 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 8708 চিপসেট, 8GB RAM এবং 128GB স্টোরেজ পাবেন। এটিতে 64MP + 8MP + 2MP এর পিছনের ক্যামেরা সেটআপ রয়েছে। এর সঙ্গে একটি 16MP ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি 4700mAh।

Next Article