সস্তার Redmi A2 সিরিজ় ভারতে আসছে 19 মে, Xiaomi-র নিশ্চিত বার্তা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 13, 2023 | 12:38 PM

19 মে Xiaomi ভারতে তাদের Redmi A2 সিরিজ় লঞ্চ করতে চলেছে। Redmi A1-এর মতোই Redmi A2 একটি এন্ট্রি-লেভেলের ফোন হতে চলেছে। যাঁরা প্রথমবার স্মার্টফোন কিনছেন, তাঁদের ব্যবহারের জন্য খুব সহজ কিছু ফিচার ও স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে।

সস্তার Redmi A2 সিরিজ় ভারতে আসছে 19 মে, Xiaomi-র নিশ্চিত বার্তা
আসছে Redmi A2 সিরিজ়।

Follow Us

Redmi A2 Launch News: জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে মিলল নিশ্চিত বার্তা। 19 মে Xiaomi ভারতে তাদের Redmi A2 সিরিজ় লঞ্চ করতে চলেছে। Redmi A1-এর মতোই Redmi A2 একটি এন্ট্রি-লেভেলের ফোন হতে চলেছে। যাঁরা প্রথমবার স্মার্টফোন কিনছেন, তাঁদের ব্যবহারের জন্য খুব সহজ কিছু ফিচার ও স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে। Redmi A1 যেমন তার সাধারণ ভ্যারিয়েন্টের পাশাপাশি একটি প্লাস মডেলও নিয়ে এসেছিল, Redmi A2-র ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

একটি ডেডিকেটেড প্রোডাক্ট লিস্টিং পেজ থেকে বার্তা মিলেছে, Redmi A2-র ডিজ়াইনও অনেকাংশেই Redmi A1-এর মতো হতে চলেছে। নতুন ফোনটিতেও থাকছে লেদার-লাইক টেক্সচার্ড ব্যাক প্যানেল, যেখানে দুটি ক্যামেরা থাকবে। ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামের জন্য থাকছে ওয়াটারড্রপ-স্টাইল নচ। Xiaomi ইঙ্গিত দিয়েছে, তাদের Redmi A2 ফোনে পারফরম্যান্সের জন্য একটি অক্টা-কোর প্রসেসর থাকবে এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারিও দেওয়া হচ্ছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটিতে Android 13 ভিত্তিক Go Edition অপারেটিং সিস্টেম দেওয়া হবে।

Redmi A1 Plus যখন ভারতে লঞ্চ হয়েছিল, তখন তা দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে হাজির হয়েছিল। তাদের মঝ্যে 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম ছিল 7,499 টাকা এবং 3GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম ছিল 8,499 টাকা। অন্য দিকে Redmi A1 লঞ্চ করা হয়েছিল একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। ফোনের 2GB RAM + 32GB স্টোরেজ ভার্সনের দাম 6,499 টাকা।


স্পেসিফিকেশনের দিক থেকে Redmi A1-এ ছিল একটি 6.52 ইঞ্চির 720P ডিসপ্লে। শাওমির তরফ থেকে জানানো হয়েছিল, এটি একটি স্ক্র্যাচ রেজ়িস্ট্যান্ট স্মার্টফোন। পারফরম্যান্সের জন্য সেই ফোনে রয়েছে মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর। এছাড়া ডুয়াল সিম কার্ড সাপোর্ট করে ফোনটি। এই হ্যান্ডসেটের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল এর ক্লিন অ্যান্ড্রয়েড 12 এক্সপিরিয়েন্স। Redmi A2-র ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে রয়েছে 8MP মেইন ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে একটি 5MP সেন্সর দেওয়া হয়েছে।

Redmi A1 ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। 10W মাইক্রো-ইউএসবি চার্জিং সাপোর্ট করে ফোনটি। অন্য দিকে Redmi A1 Plus-এও ছিল এই সবই ফিচার। কেবল, তাতে অতিরিক্ত ফিচার হিসেবে যোগ করা হয়েছিল একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার। মনে করা হচ্ছে, Redmi A2 ফোনেও দেওয়া হবে এই ফিঙ্গারপ্রিন্ট রিডার। এখন সেই ফিচার আদৌ দেওয়া হয় কি না, তা পরিষ্কার হয়ে যাবে 19 মে।

Next Article