লঞ্চের কয়েক প্রহর আগেই Nothing Phone (2) এর দাম, ক্যামেরা ও ডিসপ্লে প্রকাশ্যে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 09, 2023 | 5:52 PM

Nothing Phone (2) ভারতে লঞ্চ হতে পারে 42,000 টাকা বা 43,000 টাকায়। এই দাম ফোনের এক্কেবারে বেস ভ্যারিয়েন্টের জন্যই রাখা হচ্ছে বলে খবর। এখন ফোনটি যদি সত্যিই এই দামে লঞ্চ করা হয়, তাহলে তা টক্কর দেবে Pixel 7a এবং OnePlus 11R-এর মতো এই মুহূর্তের জনপ্রিয় দুই অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে।

লঞ্চের কয়েক প্রহর আগেই Nothing Phone (2) এর দাম, ক্যামেরা ও ডিসপ্লে প্রকাশ্যে
Nothing Phone 2 লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক তথ্য।

Follow Us

Nothing Phone (2) ভারতে লঞ্চ করছে 11 জুলাই। তার কয়েক প্রহর আগে ফোনটির দাম থেকে শুরু করে ক্যামেরা, ডিসপ্লে সহ আরও একাধিক বিষয় অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। Nothing এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এটি একটি ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন হতে চলেছে। অর্থাৎ ফোনটি ভারতেই তৈরি করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে থাকছে একটি Snapdragon 8+ Gen 1 চিপসেট। এখনই আপনি চাইলে Nothing Phone (2) অর্ডার করতে পারেন ফ্লিপকার্ট থেকে। তার জন্য আপনার খরচ হবে মাত্র 2,000 টাকা।

Nothing Phone (2): ভারতে কত দামে লঞ্চ হতে পারে?

টিপস্টার কামিলা ওজসিচোস্কা জানিয়েছেন, Nothing Phone (2) ভারতে লঞ্চ হতে পারে 42,000 টাকা বা 43,000 টাকায়। এই দাম ফোনের এক্কেবারে বেস ভ্যারিয়েন্টের জন্যই রাখা হচ্ছে বলে খবর। এখন ফোনটি যদি সত্যিই এই দামে লঞ্চ করা হয়, তাহলে তা টক্কর দেবে Pixel 7a এবং OnePlus 11R-এর মতো এই মুহূর্তের জনপ্রিয় দুই অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে।

Nothing Phone (2): স্পেসিফিকেশন হিসেবে কী থাকতে পারে?

Nothing এর দ্বিতীয় প্রজন্মের এই ফোনে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকছে Nothing OS 2.0 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।

ফটোগ্রাফির দিক থেকে টিপস্টার কামিলা ওজসিচোস্কার দাবি অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে 50MP Sony IMX890 মেইন ক্যামেরা সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করবে। পাশাপাশি OnePlus 11 এর মতো এই ফোনেও থাকতে পারে ইন-সেন্সর জ়ুমের মতো জরুরি ফিচার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হতে পারে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

বেশ বড় এবং শক্তিশালী 4,700 mAh ব্যাটারি থাকছে নাথিংয়ের নতুন ফোনে। সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, ফোনটি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিওরিটি আপডেট পেতে চলেছে।

Next Article