OnePlus 11 লঞ্চের আগে OnePlus 10 Pro 5G ফোনে 27,000 টাকার ডিসকাউন্ট
OnePlus 10 Pro 5G Discount: ক্রেতারা এই স্মার্টফোনের উপরে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অতিরিক্ত ছাড়ের দিক থেকে রয়েছে 1,000 টাকার ডিসকাউন্ট কুপন। তারপরেও এই ফোনের দাম আরও কম হতে পারে এক্সচেঞ্জ অফারে।

OnePlus 10 Pro 5G Offer Price: 7 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করছে OnePlus 11। তার আগেই Amazon-এ ব্যাপক ছাড়ে উপলব্ধ হল OnePlus 10 Pro 5G। শক্তিশালী এই ওয়ানপ্লাস ফোনের উপরে একাধিক অফার মিলছে শুধু অ্যামাজ়নেই। ক্রেতারা এই স্মার্টফোনের উপরে 6,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অতিরিক্ত ছাড়ের দিক থেকে রয়েছে 1,000 টাকার ডিসকাউন্ট কুপন। তারপরেও এই ফোনের দাম আরও কম হতে পারে এক্সচেঞ্জ অফারে। 2022 সালের মার্চ মাসে OnePlus 10 Pro 5G লঞ্চ করা হয়েছিল।
OnePlus 10 Pro 5G: কীভাবে এই অফার পাবেন
মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে OnePlus 10 Pro 5G লঞ্চ করা হয়েছিল ভারতে। তাদের মধ্যে 8GB ভ্যারিয়েন্টের দাম 66,900 টাকা এবং 12GB ভ্যারিয়েন্টের দাম 71,900 টাকা। এখন Amazon-এর অফারের পরে এই ফোনটির 8GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন 61,999 টাকায় এবং 12GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 66,999 টাকায়।
অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার রয়েছে ICICI Bank-এর অফার। এই ব্যাঙ্কের কাস্টমাররা আরও অতিরিক্ত 6,000 টাকা ছাড় পেয়ে যাবেন। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 59,999 টাকা। অতিরিক্ত অফারের দিক থেকে OnePlus 10 Pro 5G ফোনে ক্রেতারা 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে থাকছে 15,000 টাকা ছাড়। অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সব মিলিয়ে OnePlus 10 Pro 5G ফোনের উপরে আপনি পেয়ে যাচ্ছেন 27,000 টাকার ডিসকাউন্ট। ভলক্যানিক ব্ল্যাক এবং ইমার্যাল্ড ব্ল্যাক ফরেস্ট এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন ক্রেতারা।
OnePlus 10 Pro 5G: স্পেসিফিকেশন, ফিচার
এই ওয়ানপ্লাস স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, যা LTPO প্রযুক্তি ব্যবহার করে এবং P3 কালার্স সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক OxygenOS।
অপ্টিক্সের দিক থেকে OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে 48MP Sony IMX789 সেন্সর। একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে, যাতে 50MP ISOCELL JN1 সেন্সর হয়েছে। এছাড়াও রয়েছে একটি 8MP টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 32MP Sony IMX615 সেন্সর দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারিও রয়েছে এই OnePlus 10 Pro 5G ফোনে।
