OnePlus 10R 5G ফোনে 18,800 টাকা ছাড়, দামি ফোন এখন হাফ দামে কেনার সুযোগ

OnePlus 10R 5G ফোনে প্রায় 20,000 টাকা ছাড় মিলছে। কীভাবে এই ছাড় পাবেন আপনি, কী-কী অফার রয়েছে, সেই সব কিছুই জেনে নিন।

OnePlus 10R 5G ফোনে 18,800 টাকা ছাড়, দামি ফোন এখন হাফ দামে কেনার সুযোগ
প্রিমিয়াম স্মার্টফোনে এবার বিরাট ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2022 | 11:09 AM

OnePlus 10R 5G Offer Price: এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের যে কয়েকটি শক্তিশালী ফোন রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল OnePlus 10R 5G। তবে এই ফোনের দাম বেশ চড়া। তাই, ইচ্ছে হলেও পকেটের কথা মাথায় রেখে ছা-পোষা মধ্যবিত্ত এই ফোন ক্রয় করতে গিয়েও পিছিয়ে আসেন। ওয়ানপ্লাসের এই প্রিমিয়াম হ্যান্ডসেটের দাম 38,999 টাকা, যা আপনি Amazon থেকে পেয়ে যাবেন। তবে এই ফোনেই আপনাকে আকর্ষণীয় অফার দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। OnePlus 10R 5G ফোনে প্রায় 20,000 টাকা ছাড় মিলছে। কীভাবে এই ছাড় পাবেন আপনি, কী-কী অফার রয়েছে, সেই সব কিছুই একনজরে দেখে নেওয়া যাক।

OnePlus 10R 5G অফার: মাত্র 20,199 টাকায় ফোনটি কীভাবে পাবেন

এই বিরাট ছাড় যদিও ফোনের সব স্টোরেজ অপশনের জন্য পাওয়া যাবে না। অফারটি মিলবে কেবলই 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য। অ্যামাজ়নে প্রাথমিক ভাবে OnePlus 10R 5G-র এই স্টোরেজ মডেলের উপরে 10% ছাড় দেওয়া হচ্ছে। ফলে, এই ভ্যারিয়েন্টটি এখন 34,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তারপরে কারও কাছে যদি আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড থাকে এবং তিনি যদি মাসিক ইনস্টলমেন্টের ভিত্তিতে পেমেন্ট করে ফোনটি কেনেন, তাহলে আরও অতিরিক্ত 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে, ফোনের দাম হয়ে যাচ্ছে 33,499 টাকা।

তবে, সবথেকে বেশি পরিমাণ ছাড় পেয়ে যাবেন যদি পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করেন। সেই এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যেতে পারেন আরও অতিরিক্ত 13,300 টাকা ছাড়। যদিও এই এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা পেতে গেলে, পুরনো যে ফোনটা বদলাবেন তার কন্ডিশন অত্যন্ত ভাল হতে হবে। তার ফলেই OnePlus 10R 5G ফোনে পেয়ে যাচ্ছেন 20,199 টাকায়। অর্থাৎ সব মিলিয়ে আপনাকে ফোনটির মোট দামের উপরে 18,800 টাকা বা 48% ছাড় দেওয়ার পরেই এই লোভনীয় অফারটি আপনার সামনে নিয়ে এসেছে ওয়ানপ্লাস এবং অ্যামাজ়ন।

OnePlus 10R 5G অফার: ফিচার ও স্পেসিফিকেশন

OnePlus 10R 5G ফোনে রয়েছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অক্সিজেনOS 12 অপারেটিং সিস্টেম। এই ডিভাইসের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন।

দীর্ঘ সময়ের জন্য ব্যাকআপ দিতে পারে এমন একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে ফোনটিতে। ক্যামেরা সেটআপের দিক থেকে রয়েছে 50MP Sony IMX766 সেন্সর, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন বা OIS সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।