OnePlus 11 5G-এ আকর্ষণীয় ছাড়, 56,999 টাকার ফোন এবার মাত্র 2,850 টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ

OnePlus 11 5G Offer Price: আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে নিজেকে যদি একটি ব্র্যান্ড নিউ OnePlus 11 5G ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 54,149 টাকা পর্যন্ত ছাড়। এবার নিজেই একবার ভেবে দেখুন, কত খরচ হচ্ছে এই ফোন কিনতে? মাত্র 2,850 টাকাতেই এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

OnePlus 11 5G-এ আকর্ষণীয় ছাড়, 56,999 টাকার ফোন এবার মাত্র 2,850 টাকায় বাড়ি নিয়ে আসার সুযোগ
ব্যাপক ছাড়ে OnePlus 11 5G!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 5:11 PM

Amazon-এ প্রতিদিনই আপনি ব্যাপক ছাড়ে পেয়ে যেতে পারেন স্মার্টফোন। প্রত্যেক দিনই সেখানে আপনার জন্য থাকছে Deal Of The Day। তাতে এমন কিছু ফোন কম দামে পাওয়া যায়, যা সচরাচর এত কম দামে পাওয়া যায় না। OnePlus 11 5G ফোনটি কি আপনার বাকেট লিস্টে ছিল? কিন্তু চড়া দামের জন্য ফোনটি কিনতে পারছিলেন না, তাই তো? তাহলে বলি রাখি, চিন্তার আর কোনও কারণ নেই। কল্পনারও কম দামে এই ওয়ানপ্লাস হ্যান্ডসেট আপনি ক্রয় করতে পারবেন। অ্যামাজ়নে দামি এই ফোনটিই আপনি মাত্র 2,850 টাকায় কিনতে পারবেন, কীভাবে তা সম্ভব দেখে নেওয়া যাক।

OnePlus 11 5G: কত টাকার ছাড় পাবেন

এই ফোনের যে ভ্যারিয়েন্টের উপরে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে, তা OnePlus 11 5G-র 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল। এমনিতে এই ফোনের দাম 56,999 টাকা। কিন্তু অ্যামাজ়নে অফারের সুবাদে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। বিরাট জনপ্রিয় এই ফোনের রেটিং 5 এর মধ্যে 4.3।

আপনি চাইলে এই ফোনটি EMI অফারে ক্রয় করতে পারেন। তার ফলে প্রতি মাসে মাত্র 2,737 টাকার সহজ কিস্তি দিয়ে ফোনটি বাড়ি নিয়ে আসতে পারেন। আবার আপনার কাছে যদি OneCard ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ডের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করেন, তাহলে পেয়ে যাবেন 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেও আপনি পেয়ে যাবেন 7.5 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

এবার আপনার জন্য রয়েছে সবথেকে বড় অফারটি। আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে নিজেকে যদি একটি ব্র্যান্ড নিউ OnePlus 11 5G ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 54,149 টাকা পর্যন্ত ছাড়। এবার নিজেই একবার ভেবে দেখুন, কত খরচ হচ্ছে এই ফোন কিনতে? মাত্র 2,850 টাকাতেই এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

OnePlus 11 5G: ফিচার ও স্পেসিফিকেশন

এই ওয়ানপ্লাস স্মার্টফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির AMOLED QHD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 ​​Hz। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের রিয়ার প্যানেলে রয়েছে আরও দুটি সেন্সর- তার একটি 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং অপরটি 32 মেগাপিক্সেল টেলিফটো। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 13 ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 100W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে।