OnePlus ভারতে তার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ় নিয়ে এসেছে খুব সম্প্রতি। সেই সিরিজ়ের মূল ফোন অর্থাৎ OnePlus 11 5G-র বিক্রিবাট্টাও শুরু হয়ে গেল দেশে। এটিই সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। বেশ কিছু শক্তিশালী ফিচার রয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরের সাহায্যে। এছাড়াও রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। তবে ফোনটির দাম এতটাই চড়া যে, তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। যদিও সেলের প্রথম দিনই OnePlus 11 5G এমনই সব চিত্তাকর্ষক অফারে হাজির হয়েছে, যার সাহায্যে আপনি খুব কম দামে এই ফোন বাড়ি নিয়ে যেতে পারবেন। সেই সব অফারগুলি সম্পর্কেই বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
OnePlus 11 5G: কাত দাম
14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন OnePlus 11 5G প্রথমবার ক্রেতাদের কেনাকাটির জন্য হাজির হল। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। এই লেটেস্ট ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা এবং 16GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 61,999 টাকা। ফরেভার গ্রিন এবং টাইন ব্ল্যাক এই দুই কালারে পাওয়া যাবে ফোনটি।
OnePlus 11 5G: অফার
এই ওয়ানপ্লাস ফোনের সঙ্গে প্রাথমিক ভাবে গ্রাহকদের 6 মাসের জন্য Google One-এর 100GB ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে। সেই সঙ্গে আবার রয়েছে ছয় মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Spotify প্রিমিয়ামের অ্যাক্সেস। এখন সবথেকে বড় প্রশ্নটা হল, আপনি কত কম দামে এই ফোন ক্রয় করতে পারবেন? ICICI Bank-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে যদি এই ফোন ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 1000 টাকা ছাড়। আবার প্রতি মাসে 2,723 টাকা করে প্রতি মাসে EMI দিয়েও ফোনটি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন।
তবে সবথেকে আকর্ষণীয় অফারটি পাবেন, যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নিজেকে OnePlus 11 5G-তে আপগ্রেড করিয়ে নেন। এক্সচেঞ্জ অফারে এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের উপরেই পেয়ে যাবেন 18,950 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যদিও যে ফোনটা বদলাবেন, তার কন্ডিশন ভাল হতে হবে।
OnePlus 11 5G: এই মুহূর্তের সেরা ফ্ল্যাগশিপ ফোন
OnePlus 11 5G যে এই মুহূর্তের সেরা ফ্ল্যাগশিপ ফোন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ, এটিই দেশের প্রথম স্মার্টফোন, যাতে পারফরম্যান্সের জন্য Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম।
6.7 ইঞ্চির Quad-HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার রেজ়োলিউশন 1440×3216 পিক্সেলস। 10 বিটের LTPO 3.0 AMOLED ডিসপ্লের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে, যা 100W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
তিনটে ক্যামেরা রয়েছে ফোনটির পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 48MP সেন্সর এবং আর একটি 32MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।