2020 সালের অক্টোবর মাসে ভারতে OnePlus 8T ফোনটি লঞ্চ হয়। সে সময় ফোনটির দাম ছিল 42,999 টাকা। আর সেই দাম ছিল কেবল মাত্র ফোনটির বেস ইউনিটের। গত বছরেই আবার OnePlus 8T ফোনের দাম এক ধাক্কায় 4,000 টাকা কমিয়েছিল সংস্থাটি। ফোনের দাম OnePlus 9R-এর থেকেও সস্তা হয়ে গিয়েছিল। আর এখন ওয়ানপ্লাস ৮টি একবারে 30,000 টাকারও কম দামে বিক্রি করছে সংস্থাটি। কিন্তু এই বিরাট অফারে প্রলুব্ধ হলে চলবে না। মনে রাখতে হবে, OnePlus 8T একটি দু’বছরের পুরনো ফোন, যাতে আউটডেটেড একাধিক ফিচার্স রয়েছে।
ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির দাম এখন 28,999 টাকা। মার্কেটে এই রেঞ্জে একাধিক ফোন রয়েছে। যেমন ওয়ানপ্লাসেরও রয়েছে, তেমনই আবার অন্যান্য আরও একাধিক সংস্থারও রয়েছে। 30,000 টাকার কম দামে OnePlus 8T ফোনটি কেন কিনবেন না, সেই কারণগুলিই একবার জেনে নেওয়া যাক।
2020 সালের সেরা ফোন
এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, OnePlus 8T ফোনটি ভারতে যখন লঞ্চ হয়েছিল তখন সেটি বেস্ট সেলিং স্মার্টফোন ছিল। এমনকি তা OnePlus 9R-এর থেকেও ভাল ছিল। ফোনটির উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে, ফাস্ট রিফ্রেশ রেটের ডিসপ্লে, 65W ফাস্ট চার্জিং এবং হাই-রেজ়োলিউশন ক্যামেরা। 2020 সালে এই ফিচারগুলিকেই মার্কেটের সেরা বলে মনে করা হত। কিন্তু হালফিলের মিড-রেঞ্জ এবং কম বাজেটের ফোনগুলিতেও এই সব ফিচার্স থাকে।
OnePlus 8T ফোনে দেওয়া হয়েছে একটি Qualcomm Snapdragon 865 প্রসেসর, যা প্রায় দুই বছরের পুরনো। লেটেস্ট Qualcomm Snapdragon 700 প্রসেসরের কাছে দু’বছরের পুরনো এই প্রসেসরটি আউট-পারফর্ম করবে বললেও কম বলা হবে। এদিকে আবার গত বছর বাজারে এসেছে OnePlus Nord 2, যার দাম 30,000 টাকারও কম এবং তাতে বেশ কিছু আপডেটেড ফিচার্স রয়েছে। পাশাপাশি খুব সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Neo 6 এবং Motorola Edge 30 ফোন দুটিও OnePlus 8T-এর তুলনায় সবদিক থেকেই উন্নত এবং দামও এই একই প্রাইস ক্যাটেগরির মধ্যে।
OnePlus 8T স্পেসিফিকেশনস
অ্যান্ড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স দ্বারা চালিত হওয়ার পর OnePlus 8T ফোনটি সম্প্রতি সফ্টওয়্যার আপগ্রেডেশন পেয়েছে এবং Android 12 দ্বারা চালিত হচ্ছে। শীঘ্রই Android 13 আপডেটও পেয়ে যাবে ফোনটি। তবে OnePlus 8T ফোনটি Android 14 আপগ্রেডেশন পাবে কি না, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।