প্রায়শই ই-কমার্স সাইটগুলিতে কোনও না কোনও অফার চলে বিভিন্ন গ্যাজেটের উপর। তেমনই OnePlus-এর একটি ফোনে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। OnePlus Nord 3 5G বাজারে লঞ্চ হয়েছিল 33,999 টাকা থেকে। তবে এবার এই ফোনটি কিনলে এর সঙ্গে ফ্রিতে Nord Buds 2R পেয়ে যাবেন। এই ফোনটি চলতি বছরের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এই ইয়ারবাডগুলি এন্ট্রি-লেভেলের ওয়্যারলেস ইয়ারফোন। তাদের বিশেষত্ব হল এই ইয়ারবাডগুলি 40 ঘন্টারও বেশি একটানা চলতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে কিনবেন।
OnePlus Nord 3 5G-এর দাম:
এই ফোনটি Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এই ফোনটি কিনলে Nord Buds 2R দেওয়া হবে, তাও আবার বিনামূল্যে। ফোনের দামের কথা বললে, OnePlus Nord 3 5G এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 33,999 টাকা। আর 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা। এই অফার আপনি দু’টি ভ্যারিয়েন্টেই পেয়ে যাবেন। Nord Buds 2R-এর দাম 2,199 টাকা। আর সেটাই আপনি বিনামূল্যে পাবেন।
OnePlus Nord Buds 2R-এর ফিচার:
OnePlus Nord Buds 2R-তে রয়েছে 12.4 মিমি ডায়নামিক ড্রাইভার। এছাড়াও, একটি 36mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটির ব্যাটারি লাইফ 8 ঘন্টা। এছাড়াও, চার্জিং কেসটিতে একটি 480mAh ব্যাটারি রয়েছে। এর ব্যাটারি লাইফ 38 ঘন্টা। এগুলি ব্লুটুথ 5.3 এবং ইউএসবি টাইপ-সি কানেকশন সাপোর্ট করে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট দেওয়া হয়েছে।
OnePlus Nord 3 5G স্মার্টফোনে বিশেষ কী আছে?
এই ফোনটিতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 9000 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এটিতে 16 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে। এই ফোনটি Android 13 ভিত্তিক OxygenOS 13-এ চলে। ফোনটিতে একটি 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 Hz। OnePlus Nord 3-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX890 প্রাথমিক সেন্সর, একটি 8-মেগাপিক্সেল Sony IMX355 সেন্সর একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এখানেই শেষ নয়, ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে 80W তারযুক্ত SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এতে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।