OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ হচ্ছে আজই, ইভেন্টের প্রতিটা মুহূর্ত জানতে LIVE দেখুন এখানে

OnePlus Nord CE 3 Lite 5G Live: চিনা স্মার্টফোন কোম্পানি OnePlus তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G আজ অর্থাৎ 4 এপ্রিল সন্ধ্যা 7 টায় পেশ করতে চলেছে।

OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ হচ্ছে আজই, ইভেন্টের প্রতিটা মুহূর্ত জানতে LIVE দেখুন এখানে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:17 PM

OnePlus Nord CE 3 Lite 5G Features: চিনা স্মার্টফোন কোম্পানি OnePlus তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 3 Lite 5G আজ অর্থাৎ 4 এপ্রিল সন্ধ্যা 7 টায় পেশ করতে চলেছে। এই স্মার্টফোনটি Nord CE 2-এর আপডেটেড ভার্সন হবে। যা 2022-এ চালু করা হয়েছিল। OnePlus তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই তথ্য দিয়েছে। অনেকেই নতুন কোনও স্মার্টফোন লঞ্চের লাইভ সম্প্রচার দেখতে পছন্দ করেন। তাই তাদের মনে এতক্ষণে প্রশ্ন চলে এসেছে যে, কীভাবে লঞ্চ লাইভ ইভেন্ট দেখতে পাবেন?OnePlus Nord CE 3 Lite এবং Nord Buds 2 কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুকে মঙ্গলবার সন্ধ্যা 7টায় লাইভ সম্প্রচার টেলিকাস্ট করা হবে। আপনি সেখানেই পুরো লাইভ দেখে নিতে পারেন। যদিও লঞ্চের আগে OnePlus Nord CE 3 Lite 5G-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম লিক হয়ে গিয়েছে।

ভারতে OnePlus Nord CE 3 Lite 5G-এর দাম:

OnePlus Nord CE 3 Lite 5G-এর দাম লঞ্চের আগে ফাঁস হয়েছে। লিক অনুসারে, OnePlus Nord CE 3 Lite-এর দাম 24,000 টাকা থেকে শুরু হতে পারে। এই ফোনটি ক্রোম্যাটিক গ্রে এবং প্যাস্টেল লাইম রঙয়ে পাওয়া যাবে। এই ফোনটি ছাড়াও, OnePlus Nord Buds 2 আসতে চলেছে।

OnePlus Nord CE 3 Lite 5G ফিচার, স্পেসিফিকেশন:

OnePlus Nord CE 3 Lite একটি 6.72-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে এই ডিসপ্লেটি AMOLED বা LCD হবে কি না তা এখনও OnePlus প্রকাশ করেনি। এর আগে Nord CE 2 Lite এ LCD প্যানেল দেওয়া হয়েছিল। এতেও ওয়ানপ্লাস একই জিনিস ফিরিয়ে আনতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটি Snapdragon 695 Soc সহ আসতে চলেছে। এই ফোনে 8GB RAM-এর সঙ্গে অতিরিক্ত 8GB ভার্চুয়াল RAMও দেওয়া হযেছে। যদিও OnePlus এখনও স্টোরেজ সম্পর্কে কোম্পানি কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এই ফোনটি 128GB ইন্টারনাল স্টোরেজে আসতে পারে।

OnePlus Nord CE 3 Lite 5G-তে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই নতুন Nord ফোনে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এই ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে OxygenOS 13.1-এ চলবে।