Oppo A2x: মাত্র 12,000 টাকার Oppo স্মার্টফোন, দুর্ধর্ষ ডিসপ্লে ও দুরন্ত ক্যামেরা

Oppo A2x ফোনের দাম বেশ কম। গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেট। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে এই Oppo A2x ফোনটি পাওয়া যাবে: কালো, হলুদ এবং বেগুনি। ফোনের দাম কত, কী-কী ফিচার্স রয়েছে, জেনে নিন সব তথ্য।

Oppo A2x: মাত্র 12,000 টাকার Oppo স্মার্টফোন, দুর্ধর্ষ ডিসপ্লে ও দুরন্ত ক্যামেরা
কম দামের দুর্দান্ত ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 6:30 PM

Oppo একটি নতুন ফোন লঞ্চ করে দিল। সেই Oppo A2x ফোনের দাম বেশ কম। গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেট। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে এই Oppo A2x ফোনটি পাওয়া যাবে: কালো, হলুদ এবং বেগুনি। ফোনের দাম কত, কী-কী ফিচার্স রয়েছে, জেনে নিন সব তথ্য।

Oppo A2x: দাম ও অন্যান্য তথ্য

Oppo A2x ফোনটি আপাতত চিনে লঞ্চ করা হয়েছে। খুব শীঘ্রই তা ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ করে যাবে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম CNY 1099 বা 12,510 টাকা প্রায় এবং 8GB RAM + 256GB মডেলের দাম CNY 1399 বা 16,000 টাকা প্রায়।

Oppo A2x: স্পেসিফিকেশন ও ফিচার

Oppo-র এই সস্তার স্মার্টফোনে রয়েছে 6.56 ইঞ্চির LCD ডিসপ্লে, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 720 নিটস ব্রাইটনেস দিতে পারে।

অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। যদিও Oppo A2x-এর চার্জিং স্পিড নিয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে একটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ColorOS 13.1 অপারেটিং সিস্টেম।

এই ফোনের পিছনে রয়েছে একটাই মাত্র ক্যামেরা। সেখানে একটি 12MP ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/2.2। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

ডুয়াল সিম সাপোর্টেড ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। রয়েছে 3.5mm অডিও জ্যাক। ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য ফোনটি IP54 রেটিং প্রাপ্ত।