Oppo A57 (2022) ভারতে লঞ্চ হল 13,999 টাকায়, বিশেষত্ব কী?

Oppo A57 (2022) Price In India, Specifications: ওপ্পো একটি চমৎকার স্মার্টফোন নিয়ে হাজির হল ভারতে। সেই ওপ্পো এ৫৭ (২০২২) মডেলটির দাম ও ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে দেখে নিন।

Oppo A57 (2022) ভারতে লঞ্চ হল 13,999 টাকায়, বিশেষত্ব কী?
Oppo A57 2022: বাম্পার লুক, চমৎকার ফিচার্স।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 4:52 PM

Oppo A57 (2022) ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি 33W SuperVOOC চার্জিং সাপোর্ট এবং অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। গত মে মাসে এই ফোনটি থাইল্যান্ডের মার্কেটের জন্য নিয়ে আসা হয়েছিল। রয়েছে একটি 6.56 ইঞ্চির ডিসপ্লে, ওপ্পো গ্লো ডিজ়াইন এবং আলট্রা-লিনিয়ার স্টিরিও স্পিকার্স। মাল্টি-টাস্কিংয়ের জন্য ফোনে একটি অক্টা-কোর MediaTek G35 প্রসেসর দেওয়া হয়েছে। ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি সেন্সর 13MP। এটি একটি 4G এনাবলড স্মার্টফোন। 5G কানেক্টিভিটি ফোনটিতে আপনি পাবেন না।

Oppo A57 (2022) দাম ও উপলব্ধতা

একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে Oppo A57 (2022) ফোনটি নিয়ে আসা হয়েছে। সেই 4GB RAM ও 64GB স্টোরেজ মডেলের দাম ভারতে 13,999 টাকা। আপাতত ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। গ্লোয়িং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক এই দুই কালার ভ্যারিয়েন্টে ফোনটি ক্রয় করতে পারবেন।

Oppo A57 (2022) স্পেসিফিকেশনস ও ফিচার্স

Oppo A57 (2022) ফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির টাচস্ক্রিন এবং 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা HD+ 1,612×720 পিক্সেলস রেজ়োলিউশন দিতে সক্ষম। 600 নিটসের পিক ব্রাইটনেস দিতে পারে ফোনটি। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 13MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP মনো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই ক্যামেরা 1080P ভিডিয়ো রেকর্ড করতে পারে 30fps রেটে।

প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio G35 SoC। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এই নতুন ওপ্পো হ্যান্ডসেটটি ColorOS 12.1 অপারেটিং সিস্টেমের দ্বারা চালিত হবে।

বায়োমেট্রিক্সের জন্য এই নতুন ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল রিকগনিশন। ফোনের ইনবিল্ট স্টোরেজ বাড়িয়ে নেওয়া যেতে পারে 1TB পর্যন্ত, যার জন্য থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট।