Oppo A57e ভারতে লঞ্চ হল মাত্র 13,999 টাকায়, 13MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির দুরন্ত ফোন

Oppo A57e ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল 14,000 টাকার মধ্যেই। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 5,000mAh ব্যটারি, 13MP ক্যামেরা, মিডিয়াটেক হেলিও প্রসেসর-সহ আরও অনেক কিছু।

Oppo A57e ভারতে লঞ্চ হল মাত্র 13,999 টাকায়, 13MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির দুরন্ত ফোন
কম দামে ভারতে এল Oppo A57e।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 6:52 PM

Oppo A57e Price And Specifications: ভারতে ফের সস্তার একটি স্মার্টফোন নিয়ে হাজির হল চিনা ব্র্যান্ড ওপ্পো। সেই নতুন Oppo A57e ফোনটি যোগ করা হয়েছে কোম্পানির ‘A’ সিরিজ়ে। লেটেস্ট বাজেট স্মার্টফোনে রয়েছে HD+ ডিসপ্লে, একটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে 13MP প্রাইমারি সেন্সর। পাশাপাশি একটি বড় 5,000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। চলতি বছরের শুরুতেই ভারতে যে Oppo A57 (2022) ফোনটি লঞ্চ হয়েছিল, তার সঙ্গে নতুন মডেলের অনেকাংশেই মিল রয়েছে। মূল ফারাক যে সব জায়গায় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, সিঙ্গেল স্পিকার সেটআপ, ব্লুটুথ v5.2 এবং একটি সিঙ্গেল স্টোরেজ অপশন।

Oppo A57e: দাম ও প্রাপ্যতা

Oppo A57e ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 13,999 টাকা দামে। কেবল 4GB RAM + 128GB স্টোরেজ মডেলেই নিয়ে আসা হয়েছে ফোনটি। ফ্লিপকার্টে এখন থেকেই ফোনটি কেনা যাবে কালো এবং সবুজ এই দুই ভিন্ন রঙে।

Oppo A57e: স্পেসিফিকেশন, ফিচার

ডুয়াল সিম সাপোর্টেড এই Oppo A57e ফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার ব্রাইটনেস 600 নিটস। পারফরম্যান্সের দিক থেকে ফোনট চালিত হবে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 4GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক ColorOS 12.1 অপারেটিং সিস্টেম।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে Oppo A57e ফোনে রয়েছে একটি 13MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক্যামেরাটি নাইটস্কেপ সেলফি ফিচার সাপোর্ট করবে, যার সাহায্যে কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা।

64GB পর্যন্ত স্টোরেজ থাকলেও Oppo A57e ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W সুপারVOOC চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক্সের জন্য ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আলট্রা লিনিয়ার স্টিরিও স্পিকার।