Oppo A58 5G হাজির হল অল্প দামে, 33E SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট

Oppo A58 5G Specs: এই মিড-রেঞ্জ স্মার্টফোনে রয়েছে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে, যাতে ডুয়াল-মোড 5G-র সাপোর্ট রয়েছে।

Oppo A58 5G হাজির হল অল্প দামে, 33E SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট
Oppo A58 5G: মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন ফোন নিয়ে এল ওপ্পো।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 1:25 PM

Oppo A58 5G Launch News: Oppo ফের একটি নতুন ফোন নিয়ে হাজির হল তার হোমল্যান্ড চিনে। সংস্থার নয়া মডেলের নাম Oppo A58 5G। এই মিড-রেঞ্জ স্মার্টফোনে রয়েছে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে, যাতে ডুয়াল-মোড 5G-র সাপোর্ট রয়েছে। এই নতুন ওপ্পো হ্যান্ডসেটে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 33E SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo A58 5G: দাম ও উপলব্ধতা

Oppo A58 5G ফোনটি আপাতত কেবল চিনের মার্কেটেই নিয়ে আসা হয়েছে। একটি মাত্র ভ্যারিয়েন্টেই লঞ্চ করা হয়েছে ফোনটি। সেই 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম CNY 1699, যা ভারতীয় মুদ্রায় প্রায় 19,000 টাকা। স্টার ব্ল্যাক. প্রিজ় পার্পল এবং ট্রাঙ্কুইল সি ব্লু- এই কয়েকটি রঙে পাওয়া যাবে ফোনটি। 10 নভেম্বর থেকেই এই ফোন চিনে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে ভারতে কবে নাগাদ লঞ্চ হবে ফোনটি, সে বিষয়ে এখনও পর্যন্ত সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

Oppo A58 5G: স্পেসিফিকেশন, ফিচার

পারফরম্যান্সের জন্য এই Oppo A58 5G স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর। 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 90Hz। এছাড়াও ডিসপ্লেটি 600 নিটস ব্রাইটনেস অফার করে। ফোনটির আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল অনবোর্ড স্টোরেজ থেকে 5GB RAM হিসেবে কাজে লাগানো।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। Oppo A58 5G-র প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP পোর্ট্রেইট সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা ফুল HD ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম 30 fps-এ, কোম্পানির তরফেই জানানো হয়েছে।

এই Oppo হ্যান্ডসেটের ওজন মাত্র 188 গ্রাম। শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 8.5 ঘণ্টার গেমিং টাইম দিতে পারবে। এই Oppo A58 5G ফোনে 33W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে।