Oppo Find N2 Flip: 10000 টাকা ছাড় পাবেন Oppo Find N2 Flip স্মার্টফোনে, পাওয়া যাচ্ছে এখানে…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Anwesa Biswas

Updated on: Mar 19, 2023 | 11:14 AM

Oppo Find N2 Flip Price: Oppo Find N2 Flip ফোনটির আসল দাম 89,999 টাকা। কিন্তু আপনি ফোনটি 79,999 টাকারও কমে কিনতে পারবেন। তাই এই নতুন ফোনটি কিনতে চাইলে এই অফারটি হাতছাড়া করবেন না।

Oppo Find N2 Flip: 10000 টাকা ছাড় পাবেন Oppo Find N2 Flip স্মার্টফোনে, পাওয়া যাচ্ছে এখানে...

Oppo Find N2 Flip Offers: Oppo-এর নতুন ফোন Oppo Find N2 Flip ভারতীয় বাজারে গত সপ্তাহে পা রেখেছে। বর্তমানে এতে প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। Oppo-এর এই ফোনে 5,000 টাকার ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। OPPO Find N2 Flip-এ 3.62-ইঞ্চি কভার ডিসপ্লে সহ একটি 6.8-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Oppo Find N2 Flip-এর সঙ্গে MediaTek-এর অক্টা-কোর ডাইমেনসিটি 9000+ প্রসেসর এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। তাই এই নতুন ফোনটি কিনতে চাইলে এই অফারটি হাতছাড়া করবেন না।

Oppo N2-এর দাম ও অফার:

Oppo Find N2 Flip ফোনটির আসল দাম 89,999 টাকা। কিন্তু আপনি ফোনটি 79,999 টাকারও কমে কিনতে পারবেন। ফোনটি 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টে বাজারে এসেছে। এই নতুন ফোনটি আপনি Oppo-এর স্টোর, Flipkart এবং অন্য় যেকোনও বড় স্টোর থেকে কিনতে পারবেন। HDFC, ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, Kotak Bank, IDFC First Bank, HDB Financial Services, One Card এবং Amex কার্ড দিয়ে পেমেন্ট করলে 5,000 ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও, 2,000 টাকার লয়্যালটি বোনাস ও 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। তখন সব মিলিয়ে ফোনটির দাম 79,999 টাকারও কম হবে। কেনার আগে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

এই খবরটিও পড়ুন

Oppo Find N2 Flip-এর স্পেসিফিকেশন:

ফোনটিতে (1,080×2,520 পিক্সেল) রেজোলিউশন, 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস সহ একটি 6.8-ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে পিক্সেল ঘনত্ব 403ppi এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz দেওয়া হয়েছে। Oppo Find N2 Flip-এ Android 13 ভিত্তিক ColorOS 13.0 ব্য়বহার করা হয়েছে।

oppo

OPPO Find N2 ফ্লিপের ক্যামেরা প্রসঙ্গে বললে, ফটোগ্রাফির জন্য Oppo Find N2 Flip-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার লেন্স সহ 50-মেগাপিক্সেল Sony IMX890 প্রাথমিক সেন্সর এবং 2.2 অ্যাপারচার সহ 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড Sony IMX355 সেন্সর সহ সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোল্ডেবল ফোনটিতে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আর তার সঙ্গে Sony IMX709 RGBW সেন্সর রয়েছে।

Oppo Find N2 Flip ফোনে 44W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ একটি 4,300mAh ডুয়াল-সেল ব্যাটারি প্যাক রয়েছে। ফোনটিতে নিরাপত্তার জন্য সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেল আনলক ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য Oppo Find N2 Flip, 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.3, GPS/A-GPS, NFC, GPS এবং USB Type-C পোর্ট সাপোর্ট করে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla