AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

108MP ক্যামেরা থেকে 8GB ব়্যাম, Oppo-র এই ফোন এখন আরও 26 হাজার টাকা সস্তা

OPPO Reno 8T Offers: Oppo Reno 8T ফোনটি Croma-এ 67.27 শতাংশ ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের আসল দাম 38,999 টাকা। এটি অনলাইনে 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং ছাড়ের পরে, আপনি এটি Croma-এ 12,765 টাকায় কিনতে পারবেন।

108MP ক্যামেরা থেকে 8GB ব়্যাম, Oppo-র এই ফোন এখন আরও 26 হাজার টাকা সস্তা
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 3:46 PM
Share

প্রিমিয়াম স্মার্টফোন কেনার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দাম বেশি হওয়ায় কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না বহু মানুষ। তবে এখন সেই সুবিধা পাওয়া যায় অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে। কারণ এই সময় বিভিন্ন ই-কমার্স সাইটে অফার চলছে। আর সেখান থেকেই আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন একটি প্রিমিয়াম স্মার্টফোন। তবে তার জন্য আপনাকে Amazon, Flipkart-এ যেতে হবে না। এই অফার আপনি Croma-তে পেয়ে যাবেন। প্রয়োজনে তাদের অনলাইন সাইট থেকেও কিনে নিতে পারেন। OPPO Reno 8T ফোনটিতে আপনি এত অফার পাবেন। এই প্রিমিয়াম স্মার্টফোনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে আপনি কী কী অফার পাবেন।

OPPO Reno 8T বর্তমানে 50 শতাংশের বেশি ডিসকাউন্টে কিনে নিতে পারবেন। Oppo Reno 8T ফোনটি Croma-এ 67.27 শতাংশ ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের আসল দাম 38,999 টাকা। এটি অনলাইনে 29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল এবং ছাড়ের পরে, আপনি এটি Croma-এ 12,765 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি এটি OPPO Reno 8T-কেনার সময় IDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। Oppo Reno 8T 8GB RAM এবং 128GB স্টোরেজ এবং সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাকের দু’টি রঙে কিনতে পারবেন।

এই ফোনে বিশেষ কী আছে?

ডিসপ্লে: OPPO Reno 8T একটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, তাতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর, RAM এবং স্টোরেজ: স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 5G চিপসেট দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবেন। এটিতে একটি সিঙ্গেল 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে।

সফ্টওয়্যার ও ব্যাটারি: Oppo Reno 8T Android 13-ভিত্তিক ColorOS 13-এ চলে। আর এতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4,800mAh ব্যাটারি রয়েছে।

ক্যামেরা: Oppo Reno 8T এর পিছনে একটি 108MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ক্যামেরা এবং 2MP জুম সেন্সর রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনটিতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।