Poco C40 ফোনটি বিশ্ববাজারে লঞ্চ হয়ে গেল। এন্ট্রি-লেভেল বা প্রারম্ভিক স্তরের স্মার্টফোন বিক্রেতাদের জন্য এই পোকো হ্যান্ডসেটটি আপাতত নিয়ে আসা হয়েছে। যদিও বিশ্বের বাছাই করা কিছু মার্কেটেই হাজির হয়েছে ফোনটি। Poco C40 ফোনের মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। রিয়ার প্যানেলে রয়েছে একটি বড রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল। ডুয়াল রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরাটি Poco M-Series থেকে অনুপ্রাণিত এবং পোকো ব্র্যান্ডিংও রয়েছে ফোনটিতে। পরিণত গ্রিপের জন্য এই লেটেস্ট পোকো ফোনের ব্যাক প্যানেলে রয়েছে লেদার টেক্সচার। ফিঙ্গারপ্রিন্টের যাতে কোনও স্মাজ দেখা না যায়, সে দিক থেকে সাহায্য করবে লেদার টেক্সচারটি।
Poco C40 দাম ও উপলব্ধতা
এই লেটেস্ট Poco C40 ফোনের দাম সম্পর্কে সংস্থাটি এখনও পর্যন্ত কিছুই জানায়নি। তবে পোকো জানিয়েছে, শীঘ্রই ফোনটির স্থানীয় ভাবে উপলব্ধতার বিষয়টা ঘোষণা করা হবে। আর তখনই জানা যাবে, ফোনটি ভারতে কবে, কোথা থেকে পাওয়া যাবে। এই পোকো স্মার্টফোনের মোট দুটি স্টোরেজ ও RAM ভ্যারিয়েন্ট রয়েছে – 3GB RAM ও 32GB স্টোরেজ এবং 4GB RAM ও 64GB স্টোরেজ। কালো, হলুদ এবং সবুজ – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের বাজারে Poco C31 ফোনটির দাম 7,499 টাকা।
Poco C40 স্পেসিফিকেশনস ও ফিচার্স
এই ফোনে একটি 6.71 ইঞ্চির HD+ রেজ়োলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। ইউজাররা এই ডিসপ্লেটিকে রিডিং মোড হিসেবে ব্যবহার করতে পারবেন, যা এখনকার প্রায় সমস্ত পোকো ফোনেই দেওয়া হচ্ছে। ফোনের ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত, যার দ্বারা স্ক্র্যাচ মুক্ত এবং টেকসই থাকবে ফোনটি। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই ফোনে IP52 রেটিং দেওয়া হয়েছে।
Poco C40 ফোনটির ওজন প্রায় 204 গ্রাম। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর JLQ JR510 SoC দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড 2.0GHz। কোয়ালকম এবং মিডিয়াটেকের পরিবর্তে এই ফোনে রয়েছে সাংহাই-এর সংস্থা JLQ-র চিপসেট।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 13MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই সেলফি ক্যামেরা 30fps রেটে ফুল HD ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। এই ক্যামেরা মডিউলেই থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
কানেক্টিভিটির দিক থেকে Poco C40 ফোনে রয়েছে ব্লুটুথ 5, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ডুয়াল সিম কার্ড স্লট। রয়েছে একটি 3.5.mm অডিও জ্যাক। অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও প্যাকেজিংয়ে থাকছে একটি 10W অ্যাডাপ্টার।