জনপ্রিয় এবং দামি একটি ফোন ব্যাপক ছাড়ে উপলব্ধ হল Amazon থেকে। আর সেই ফোনটি হল Xiaomi 11 Lite NE 5G। এক্সচেঞ্জ এবং EMI দুই অফারে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। ফোনটির সমগ্র এক্সচেঞ্জ ভ্যালুর সুবিধা আপনি যদি নিতে করতে পারেন, তাহলে মাত্র 10,949 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন এই শাওমি ১১ লাইট এনই ৫জি। ফোনটির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, তার লুক ও দুর্ধর্ষ ডিজ়াইন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। এখন দেখে নেওয়া যাক, Xiaomi 11 Lite NE 5G ফোনটিতে কী-কী অফার থাকছে এবং ফিচার্স ও স্পেক্সই বা কী রয়েছে।
Xiaomi 11 Lite NE 5G দাম ও অফার
এই ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 32,999 টাকা। ফোনটির ক্রয় করতে চাইলে প্রথমেই আপনি পেয়ে যাবেন 24% ডিসকাউন্ট। আর সেই বিরাট ছাড়ের পরই আপনি ফোনটি পেয়ে যাবেন মাত্র 24,999 টাকায়।
তবে আপনি চাইলে EMI অফারেও ক্রয় করতে পারেন ফোনটি। তার জন্য আপনাকে প্রতি মাসে 1,177 টাকা খরচ করতে হবে। আবার পুরনো ফোন যদি এক্সচেঞ্জ করেন, তাহলে পেয়ে যাবেন 14,050 টাকা পর্যন্ত ছাড়।
এই এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা আপনি যদি ওঠাতে পারেন, তাহলে মাত্র 10,949 টাকায় এই Xiaomi 11 Lite NE 5G ফোনটি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। তারপরেও আবার থাকছে ব্যাঙ্ক অফার। সমস্ত ব্যাঙ্কের কার্ডে আপনি পেয়ে যাবেন 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও এই ফোনটি ক্রয় করলে আপনি পেয়ে যাবেন 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট সার্ভিস।
Xiaomi 11 Lite NE 5G ফিচার্স ও স্পেসিফিকেশনস
1) এই ফোনে একটি 6.55 ইঞ্চির FHD+ OLED Dot ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz।
2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি Qualcomm Snapdragon 778G প্রসেসর।
3) 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে এই ফোনের।
4) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 64MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP এবং আর একটি 5MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 20MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
5) অত্যন্ত শক্তিশালী একটি 4250mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।