সস্তার Redmi 10S ফোনের দাম 2,000 টাকা কমল, তাহলে এখন কত খরচ হবে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 19, 2022 | 7:25 AM

Redmi Note 10S Price Cut: কম দামি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। জনপ্রিয় রেডমি নোট 10এস ফোনের দাম এক ধাক্কায় 2,000 টাকা কমাল Xiaomi। এর ফলে ফোনটির দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত হল, দেখে নিন।

সস্তার Redmi 10S ফোনের দাম 2,000 টাকা কমল, তাহলে এখন কত খরচ হবে?
Redmi Note 10S: বাজেট সেগমেন্টের সেরা ফোন।

Follow Us

দেখতে দেখতে বছরের এক্কেবারে মাঝামাঝি সময়। আর এমন সময়েই দেশের বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের নানাবিধ মডেলের দাম কমায়, না হলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যাপক ছাড়ে উপলব্ধ করে। তেমনই একটা ফোন হল Redmi 10S, যার দাম অনেকটাই কমিয়েছে Xiaomi। 2021 সালে লঞ্চ হওয়া এই ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে – 6GB + 64GB এবং 6GB + 128GB। এই দুটি মডেলের জন্যই দাম কমানো হয়েছে। আর এই রেডমি ফোনটি হল গত বছরে বাজেট সেগমেন্টের অত্যন্ত জনপ্রিয় ফোন। এমনকী, চলতি বছরেও ফোনটি ব্যাপক হারে বিক্রি হয়েছে।

Redmi 10S দাম ও কত টাকা কমানো হয়েছে

গত বছর যখন Redmi 10S ফোনটি লঞ্চ করা হয়েছিল, তখন তার 6GB + 64GB মডেলের দাম ছিল 14,999 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ স্পেসের দাম ছিল 15,999 টাকা। সেই ফোনেরই 64GB স্টোরেজ মডেলটির দাম এখন 2,000 টাকা কমানো হল এবং আর একটি ভ্যারিয়েন্ট 128GB স্টোরেজ স্পেসের মডেলটি এখন 1,000 টাকা সস্তা। ফলে দুটি মডেলের দাম হয়ে যাচ্ছে যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন দাম উপলব্ধ হয়ে গিয়েছে। শ্যাডো ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট, ডিপ সি ব্লু এবং কসমিক পার্পল কালার এই চারটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে Redmi 10S ফোনটির।

Redmi 10S স্পেসিফিকেশনস, ফিচার্স

এই রেডমি স্মার্টফোনে রয়েছে একটি 6.43 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস। এই ডিসপ্লে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3-র কোটিং দ্বারা। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটিতে Android 11 অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম MIUI 12 স্কিন দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে Redmi 10S ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও জি95 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM-এর সঙ্গে। মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির – 64GB এবং 128GB। এছাড়াও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে।

রেডমি নোট 10এস ফোনে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে একটি 48MP ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 2MP ডেপথ এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টপোনে রয়েছে 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এই ফোনটি ওয়াটার-রেজিস্ট্যান্ট ডিজ়াইন সহযোগে দেশের মার্কেটে নিয়ে আসা হয়েছিল। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও রয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Next Article
পুরনো ফোন বদলে দামি Xiaomi 11 Lite NE 5G কেনার সুযোগ, খরচ হবে মাত্র 10,949 টাকা
22 জুন ভারতে আসছে কম দামি Samsung Galaxy F13, লাজবাব কিছু স্পেক্স!